Midnapore: আরজি কর কান্ডের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরে নাগরিক সমাজের মিছিল

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আর জি কর ইস‍্যুতে সারাদেশ উত্তাল। প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে। বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ আন্দোলন। পশ্চিম মেদিনীপুরেও(Paschim Midnapore) সেই একই চিত্র দেখা গেল। সেখানকার নাগরিক সমাজের তরফে আরজিকর ইস‍্যুতে প্রতিবাদ মিছিল বের করা হয়।

বর্তমানে আরজিকর মামলা শীর্ষ আদালতের বিচারাধীন। তদন্ত চালাচ্ছে সিবিআই। রাজ্য সরকার এবং পুলিশের বহু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সুপ্রিম কোর্ট একের পর এক প্রশ্ন তুলে ভর্ৎসনা করেছে রাজ্য সরকারকে। নাগরিক সমাজ আরজি করে ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদে পথে নেমেছেন।

আরও পড়ুনঃ ইতিহাস তৈরি হল মেদিনীপুর মেডিক্যালে, আন্দোলনের মাঝেও নতুন পদক্ষেপ

একইসঙ্গে বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ মিছিল। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে নাগরিক সমাজের তরফে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। হুমগড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত আরজিকর ইস‍্যুতে নাগরিক সমাজ গর্জে ওঠে। এই মিছিলে যথেষ্ট সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেছিলেন। তারা সকলেই আরজিকর ইস‍্যুতে ন্যায়বিচারের দাবিতে গর্জে ওঠেন। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূমসহ রাজ্যের বহু জেলা শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলো ছাড়াও একেবারে নাগরিক সমাজ অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ নেমে এসে প্রতিবাদ জানাচ্ছেন। এবার সেই চিত্রই দেখা গেল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। সেখানে প্রতিবাদ মিছিলে অংশ নিলেন বহু মানুষ।