স্বপ্নীল মজুমদার: ঝাড়গ্রাম(Jhargram) শহরে সরকারি উদ্যোগে তৈরি হবে বিগ বাজার(Big Bazar)! শুক্রবার ঝাড়গ্রামে(Jhargram) বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী জানান, সরকারি উদ্যোগে তৈরি ওই বিগ বাজারের(Big Bazar) প্রথম দুটি তলায় থাকবে স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের (Women Self Help Groups) তৈরি নানা ধরনের হস্তশিল্প ও কারুশিল্পের প্রদর্শনী ও বিপণন কেন্দ্র। মুখ্যমন্ত্রী জানান, স্ব সহায়ক গোষ্ঠীর শসার মহিলারা জঙ্গলমহলে নানা ধরনের কাজকর্ম করেন। তাদের উৎপাদিত নানা সামগ্রী বিপণনের জন্যই বিগ বাজারটি তৈরি করা হবে। এ জন্য এক একর সরকারি জমি দেখা হয়েছে। সেখানেই সরকারি উদ্যোগে বিগ বাজারটির সূচনা হবে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে হবে টাইগার সাফারি, ঘোষনা মুখ্যমন্ত্রীর
তবে মুখ্যমন্ত্রী এও জানান, বিগ বাজারের(Big Bazar) বাকি তলাগুলি প্রাইভেট পার্টনারশিপ মডেলে বেসরকারি সংস্থাকে দেওয়া হবে। ওইসব সংস্থার শোরুম থাকবে অন্যতল গুলিতে।এছাড়াও একটি সিনেমা হল থাকবে বিগ বাজারে।
বস্তুতপক্ষে জেলায় ১৬ হাজারেরও বেশি স্বসহায়ক গোষ্ঠী রয়েছে। মূলত ওই গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিক মানন্নোয়নের লক্ষ্যেই বিগ বাজার চালু করতে চায় রাজ্য। পাশাপাশি, প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার ও মনোরঞ্জনের জন্য প্রেক্ষাগৃহও হবে সেখানে।