By Election 2024: ৬ কেন্দ্রে উপনির্বাচন চলছে, হাড়োয়ায় বুথে উত্তেজনা

Published On:

By Election 2024: মেদিনীপুর বিধানসভা (Midnapore) সহ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By Election 2024) ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। তারই মধ্যে উত্তেজনার খবর মিলেছে হাড়োয়ার সদরপুর ২০০ নম্বর বুথে। বুধের মধ্যেই বিজেপি প্রার্থী (BJP) বিমল দাসের সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের (TMC) বুথ এজেন্ট। বচসার আঁচ বাইরেও ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বুধবার রাজ্যে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া— এই ছয় কেন্দ্রে সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ চলছে। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা, বিজেপি প্রার্থী শুভজিৎ রায়, কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার ঘোষ এবং বামফ্রন্টের তরফে সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই। বাঁকুড়ার তালড্যাংড়ায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, বিজেপি প্রার্থী অন্যন্যা রায় চক্রবর্তী, কংগ্রেস প্রার্থী তুষারকান্তি সন্নিগ্রহী এবং বামফ্রন্টের তরফে সিপিএম প্রার্থী দেবকান্ত মহান্তি।

By Election 2024: ৬ কেন্দ্রে উপনির্বাচন চলছে, হাড়োয়ায় বুথে উত্তেজনা

উপনির্বাচনে ভোটারদের লাইন

উপনির্বাচনে অশান্তি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। বুথ এবং স্ট্রংরুমের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ছ’টি বিধানসভা আসনে মোট ১৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুর আসনে। মেদিনীপুরে ভোটারের সংখ্যা ২,৯১,৭১৫ জন। সেখানে ২৫টি সেক্টরের ৩০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ। মহিলা পরিচালিত বুথ ২টি। ছয় কেন্দ্রে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বিভিন্ন বুথে মোতায়েন ১০২ কোম্পানি বাহিনী। স্ট্রংরুম পাহারায় ৬ কোম্পানি বাহিনী। মেদিনীপুরে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এছাড়াও সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলি রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।