Bankura Rail: রেলযাত্রীদের জন্য সুখবর! বাঁকুড়া থেকে হাওড়া লাইন জুড়বে মসাগ্রাম হয়ে, কাজ শুরু ১৪ নভেম্বর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Bankura Rail: জঙ্গলমহল তথা বাঁকুড়ার (Bankura) রেলযাত্রীদের জন্য সুখবর! অবশেষে বাঁকুড়া থেকে হাওড়া (Howrah) সংযুক্ত হতে চলেছে সোনামুখী, মসাগ্রাম (Masagram) হয়ে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে লাইন সংযুক্তিকরণের কাজ। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ফলে আরও কম সময়ে যাওয়া যাবে হাওড়া (Howrah)। মসাগ্রামে (Masagram) জুড়বে দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের লাইন।

বাঁকুড়া থেকে হাওড়া যাওয়ার অনেক ট্রেনই চলে। সেই ট্রেনগুলি সবই দক্ষিণ-পূর্ব রেলের শাখা খড়গপুর হয়ে যায়। অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের বাঁকুড়া থেকে মসাগ্রাম পর্যন্ত রেললাইন রয়েছে এবং পূর্ব রেলের হাওড়া-বর্ধমান লাইনে মসাগ্রাম স্টেশন রয়েছে৷ কিন্তু দক্ষিণ-পূর্ব রেলের মসাগ্রাম লাইনের সঙ্গে পূর্ব রেলের মসাগ্রাম স্টেশন সংযুক্ত নয়। ফলে বাঁকুড়া-হাওড়া ট্রেনগুলি খড়গপুর হয়ে যাতায়াত করে এবং বেশি সময় লাগে। গত বছর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ-পূর্ব রেলের মসাগ্রাম লাইনের সঙ্গে পূর্ব রেলের মসাগ্রাম স্টেশন সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলের তরফে।

সরাসরি হাওড়া যাতায়াতের জন্য বরাবর সমস্যায় পড়েন বাঁকুড়া ও দক্ষিণ দামোদর অঞ্চলের বাসিন্দারা। পাত্রসায়র, সোনামুখী বা ইন্দাসের মানুষজন সড়কপথে দুর্গাপুর গিয়ে সেখান থেকে হাওড়া যাওয়ার ট্রেন ধরেন। ফলে সময় লাগে বিস্তর। এছাড়াও বিকল্প রেল পথে ভায়া খড়গপুর হয়েও যাতায়াত করা যায়। কিন্তু সেক্ষেত্রে প্রায় সাড়ে ৪ ঘন্টা বা তারও বেশি সময়ের রেলযাত্রা। সেই কারণেই ভায়া মসাগ্রাম হয়ে হাওড়া ট্রেনের দাবি বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের। এই রেলপথ সংযুক্ত হওয়ার পর ট্রেন চলাচল শুরু হলে উপকৃত হবেন জঙ্গলমহলের বহু রেলযাত্রী।