Bankura: বিজেপির ট্যাগ লাগানো ইভিএম! চাঞ্চল্যকর ছবি প্রকাশ তৃণমূলের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বাঁকুড়ায় (Bankura) বিজেপির (BJP) ট্যাগ লাগানো ইভিএম! চাঞ্চল্যকর অভিযোগ ছবি প্রকাশ করলো তৃণমূল (TMC)। তৃণমূল কংগ্রেস (TMC) নিজেদের এক্স হ্যান্ডেলে এই ছবি প্রকাশ করে রিগিং-এর অভিযোগ এনেছে। বিজেপির (BJP) ট্যাগ লাগানো এই ধরণের ৫টি ইভিএম বাঁকুড়ার (Bankura) রঘুনাথপুরে পাওয়া গিয়েছে বলে নিজেদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে তৃণমূল।

চাঞ্চল্যকর টুইট তৃণমূলের

শনিবার দেশে চলছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোট গ্রহণ। এই রাজ্যে ভোটগ্রহণ চলছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তারই মধ্যে তৃণমূলের দাবি, বাঁকুড়ার রঘুনাথপুরে বিজেপির ট্যাগ লাগানো ৫টি ইভিএম পাওয়া গিয়েছে। এক্স হ্যান্ডেলে ছবি প্রকাশ করে তৃণমূল লিখেছে, “মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সতর্ক করেছেন, কীভাবে বিজেপি ইভিএমে কারচুপি করে ভোট রিগিং চেষ্টা করছে। আর আজ বাঁকুড়ার রঘুনাথপুরে বিজেপির ট্যাগ লাগানো ৫টি ইভিএম পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনের উচিৎ অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা এবং সঠিক ব্যবস্থা নেওয়া।”

ভোট চলছে রাজ্যের ৮ টি আসনে

শনিবার সকাল থেকেই ঘটনাবহুল রাজ্যের ভোটগ্রহণ। হলদিয়ায় একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেশিয়াড়িতে বুথের মধ্যে পুলিশ দেখে সোচ্চার হয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। নন্দীগ্রামে বিজেপির ভোটারদের বুথে যাওয়ার আগে রাস্তায় মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া এবং বিষ্ণুপুর – এই ৮ কেন্দ্রে ভোট চলছে। সকাল ১১টা পর্যন্ত রাজ্যে প্রদত্ত ভোটের হার ৩৬.৮৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ঘাটালে, ৩৯.২১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায়, ৩৩.১৬ শতাংশ।