মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত সেনা জওয়ান। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় কলকাতাতে চিকিৎসাধীন।মালদার মানিকচক ব্লকের ধরমপুর বাস স্ট্যান্ডে বোলেরো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনা সম্পর্কে জানা গেছে মানিকচক থেকে মালদার অভিমুখে বোলারো যাচ্ছিল এবং মালদা থেকে মানিকচকের দিকে বাইক আসছিলো।ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বোলারো গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুনঃ ধ্বংসের মুখে বাংলার শিল্প, বন্ধ হয়ে গেল ঐতিহ্য প্রাচীন তারাতলার ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি
স্থানীয়রা ও মানিকচক থানার পুলিশ এসে উদ্ধার করে বাইক চালক ও বাইক আরোহীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বাইক চালক সেনা জওয়ানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে খানিকক্ষণ আইসিইউ এ রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় আরো উন্নত চিকিৎসার জন্য কলকাতাতে রেফার করা হয়।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। অপরদিকে বাইক আরোহীকে মানিকচক থেকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে।ঘাতক গাড়ি কে আটক করেছে মানিকচক থানার পুলিশ। রবিবার আনুমানিক রাত্রি সাড়ে নটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে বাইক চালক অর্থাৎ সেনা জওয়ান গুরুতর আহত। আহত সেনা জওয়ানের নাম মীর রাসেল আলী(৪৪) বাড়ি এনায়েতপুরের মিরাগ্রামে।তবে ঠিক কি কারণে দুর্ঘটনার তা সঠিক কেউই বলতে পারছে না।