স্বপ্নীল মজুমদার: আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের(Adivashi negachari Kurmi Samaj) রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অনুপ মাহাতো(Anup Mahata)। রবিবার ঝাড়গ্রাম(Jhargram) শহরের এক অতিথিশালায় সংগঠনের রাজ্য কমিটির বৈঠকে রাজ্য সম্পাদক নন্দন মাহাতোর হাতে ইস্তফাপত্র তুলে দেন অনুপ। ইস্তফাপত্রে এবার লোকসভা(Loksabha) ভোটে সংগঠনের মনোনীত নির্দল প্রার্থীর হারের দায় নিয়ে অনুপ জানিয়েছেন, গত তিন বছর কুড়মিদের হক-দাবি নিয়ে বিভিন্ন আন্দোলনে ব্যাপক জনসমর্থন পাওয়া গেলেও লোকসভা ভোটে কুড়মি মানুষজনের কাছে আশাতীত সাড়া পাওয়া যায়নি। এর নৈতিক দায় তাঁর উপর বর্তায় বলে স্বীকার করে নিয়েছেন অনুপ।
আরও পড়ুনঃ দিলীপদাকেই বঙ্গ বিজেপির সভাপতি চাই, সুকান্তর সামনেই ফেটে পড়লেন নেতাকর্মীরা
এদিন রাজ্য কমিটির সভায় অনুপের পদত্যাগপত্র গৃহীত হয়। এরপরই নতুন রাজ্য সভাপতি নির্বাচনের তোড়জোড় শুরু হয়। সর্বসম্মতিক্রমে নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হন ভক্তিপদ মাহাতো।
অনুপ জানান, পরবর্তী পদক্ষেপ তিনি ২১ জুলাই ঘোষণা করবেন। অনুপের এমন বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। তাহলে কি অনুপ তৃণমূলে যোগ দিচ্ছেন। অনুপ বলেন, এখন এ বিষয়ে কিছু বলব না। যা বলার ২১ তারিখ বলব। ওই দিনই সব স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে, নেগাচারীদের নতুন রাজ্য সভাপতি ভক্তিপদ মাহাতো বলেন, কুড়মিদের আদিবাসী তালিকাভুক্তি ও জাতিসত্তার দাবির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।