Airport at Purulia: স্বপ্ন হবে সত্যি! পুরুলিয়া পাচ্ছে বিমানবন্দর

Published On:

ভাবুন তো বেড়াতে যাবেন অযোধ্যা পাহাড় বা ঘুরে দেখবেন জয়চন্ডী পাহাড় কিন্তু সেটা যদি বিমান যাত্রা হয় তবে পুরুলিয়াটা অনেক দূরে নয়। স্বপ্ন হলেও এবার বাস্তবে রুপ পেতে চলেছে পুরুলিয়া বিমানবন্দরের (Airport at Purulia) কথা।

ব্রিটিশ আমলে তৈরি ছড়রার পরিত্যক্ত বিমান বন্দরে নতুন করে শুরু হয়েছে মাপজোখ, পরিদর্শনের কাজ। আশায় বুক বাঁধছেন পুরুলিয়া বাসী।রাজ্য সরকারের হাতধরে উড়ান পরিষেবার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে পুরুলিয়ার সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ উধাও হয়ে যাচ্ছে বহু বাস, সমস্যা নেই, দাবি পরিবহন মন্ত্রীর

পুরুলিয়া শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ব্রিটিশ আমলে তৈরি ছড়রার পরিত্যক্ত বিমান বন্দরটিতে পূনরায় বিমান পরিষেবা চালু করার কথা ভাবছে রাজ্য সরকার,রাজ্য সরকারের পরিবহন বিভাগ, ভূমি সংস্কার দফতর এবং কেন্দ্র সরকারের রাইটস বিভাগের আধিকারিকরা ছড়রার পরিত্যক্ত বিমান বন্দরটিতে শুরু করেছেন পরিদর্শন ও মাপঝোকের কাজ। এরপর রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।