Jhargram: গোপীবল্লভপুরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় করল বায়ু সেনা

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: মাটি থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাটি অবশেষে নিষ্ক্রিয় করল ভারতীয় বায়ু সেনা কর্তৃপক্ষ। শুক্রবার ঝাড়গ্রাম(Jhargram) জেলা প্রশাসনের একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরিজিৎ দাস, গোপীবল্লভপুর-১(Gopiballavpur-1) ব্লকের বিডিও শ্যামসুন্দর ঘোষ, এসডিপিও (গোপীবল্লভপুর) পারভেজ সরফরাজের উপস্থিতিতে বোমাটি নিষ্ক্রিয় করে বায়ুসেনা কর্তৃপক্ষের বোম্ব স্কোয়ার্ড। আগুনের ঝলকানিতে সশব্দে এদিন বোমাটি ফাটে।

গত ২৯ জুন ভুলনপুর(Vulanpur) গ্রাম সংলগ্ন জমিতে মাটি কাটার সময় স্থানীয়রা বেলুনাকৃতির বোমাটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেদিন থেকে এলাকাটি ঘিরে রাখে। সিআইডির বোম্ব স্কোয়াড পরীক্ষা করে জানায় এটি যুদ্ধবোমা। ফলে প্রশাসনের তরফে বায়ু সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। রাজ্য স্বরাষ্ট্র দফতর প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার পর। বায়ু সেনা কর্তৃপক্ষ শুক্রবার দুপুর ১টা বোমাটি নিষ্ক্রিয় করে।

তার আগে সাবধানতা হিসেবে পাঁচ হাজার বালির বস্তা দিয়ে বোমাটির চারপাশ ঘিরে ফেলা হয়েছিল। আশেপাশের দু’কিমি পরিধির লোকজনকে সরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের’ বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ মোহনবাগানে স্প্যানিশ সেন্টার ব্যাক রড্রিগেজ

প্রসঙ্গত, কয়েক দশক আগেও গোপীবল্লভপুর এলাকা থেকে বিশ্বযুদ্ধের বোমা পাওয়া গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঝাড়গ্রামের বালিভাসায় ইংরেজরা বিমান ঘাঁটি বানিয়েছিল। এখনও বালিভাসা জঙ্গলের ভিতর পুরনো আমলের রান ওয়েটি রয়েছে। অনুমান, ইংরেজদের বিমানঘাঁটিতে হামলার উদ্দেশ্যে জাপানিরা বোমা ফেলেছিল। তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে সুবর্ণরেখা নদীর চরে পড়েছিল। পরে নদীর খাত পরিবর্তন হওয়ার ফলে বোমাটি কালের গর্ভে মাটি চাপা পড়ে যায়।