স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: আর জি করের নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মৃতিতে শুক্রবার ঝাড়গ্রাম(Jhargram) জেলার কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয়ে( Kapgari Seva Bharati Maha vidyalaya) চারাগাছ রোপন করলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এদিন আর্যভ সংস্থার উদ্যোগে ওই কলেজে থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সব্যসাচী ওই সংস্থার সভাপতি।
আরও পড়ুনঃ ১৯৫০ সালে স্বাধীন ভারতে জনজাতি তালিকা থেকে বাদ পড়ার প্রতিবাদে কালাদিবস পালন কুড়মিদের
এদিন ৪০ জন কলেজ পড়ুয়ার বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। কলেজের অধ্যাপক-পড়ুয়া মিলে ৩০ জন রক্তদানও করেন। থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসার সম্পর্কে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কলকাতার প্রখ্যাত হেমাটো-অঙ্কোলজিস্ট চিকিৎসক দেবমাল্য ভট্টাচার্য। রক্তদানের সুফল নিয়ে বক্তব্য রাখেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক কার্তিকচন্দ্র নস্কর।
থ্যালাসেমিয়া পরীক্ষা করানো এবং রক্তদাতা অধ্যাপক-পড়ুয়াদের হাতে গোলাপ ফুল ও শংসাপত্র তুলে দেন ‘আর্যভ’-র সভাপতি তথা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakroborty), সম্পাদক চিরঞ্জীব গোস্বামী, কলেজের অধ্যক্ষ দেবপ্রসাদ সাহু।