স্বপ্নীল মজুমদার: দু’টি স্কুল ও একটি পাঠাগারের আলমারি ভেঙে নগদ বেশ কয়েক হাজার টাকা চুরির ঘটনায় শোরগোল পড়েছে ঝাড়গ্রাম(Jhargram) জেলার গোপীবল্লভপুরে(Gopiballavpur)। বৃহস্পতিবার ভোররাতের ঘটনা। ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV) প্রকাশ্যে আসতেই আতঙ্কিত গোপীবল্লভপুরবাসী। জানা গিয়েছে, গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ ও নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয় এবং ব্যোম নীলিমা সরস্বত পাঠাগারে এই চুরির ঘটনা ঘটে। নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, একজন চোর এই ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার পালাবদল, বোর্ড দখল করল তৃণমূল
ওই সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে ভোর ৪:৪৫ মিনিট নাগাদ অফিস রুমে ঢোকে এক যুবক। টর্চ হাতে একের পর এক আলমারির তালা ভেঙে হাতড়ে বেড়ায়। চুরি করে স্কুলের নগদ টাকা। জানা গিয়েছে তার কিছুক্ষণ পরেই পাশে নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠে একই ঘটনা ঘটায় ওই যুবক। পাশাপাশি সকালে জানা যায় ব্যোম নীলিমা সারস্বত পাঠাগারেও চুরির ঘটনা ঘটেছে। একই রাতে গোপীবল্লভপুরের বাজার লাগোয়া তিনটি চুরির ঘটনায় নিরাপ্ত্তা নিয়ে উঠছে প্রশ্ন।