Jhargram school news: বিদ্যালয়ের ক্লাস চলাকালীন আচমকা শ্রেনী কক্ষের মেঝেতে ধস

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: প্রাথমিক বিদ্যালয়ের(School) ক্লাস চলাকালীন আচমকা শ্রেণী কক্ষের মেঝেতে ধস নেমে বেঞ্চ সহ চার পড়ুয়া তিনফুট গর্তে ঢুকে গেল। যদিও এই ঘটনায় জখম কেউ হয় নি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম(Jhargram)জেলার নয়াগ্রাম ব্লকের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ের।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে চতুর্থ এবং প্রথম শ্রেণীর ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন হঠাৎই ওই শ্রেণী কক্ষের মেঝের একটা অংশে ধস নামে। ধসের ফলে প্রায় তিন ফুট গভীর গর্ত হয়ে যায়। আর সেই গর্তে বেঞ্চ,বই খাতা সহ তিন জন চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং একজন প্রথম শ্রেণীর ছাত্র ঢুকে যায়।

আর এই ঘটনায় ক্লাসে শোরগোল পড়ে যায়। পড়ুয়ারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত পড়ুয়াদের উদ্ধার করেন। যদিও এই ঘটনায় আহত কেউ হয়নি বলে জানা গিয়েছে। বিদ্যালয় সূত্র আরও জানা গিয়েছে, দু’টি ক্লাস রুম বিশিষ্ট এই বিদ্যালটি দশ থেকে পনেরো বছর আগে তৈরি হয়েছে। শিক্ষকরা মনে করছেন, পাশেই বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী। আর তার ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় এই ধস।

আরও পড়ুনঃ ডাইন দেগে টাকা আদায়, পুলিশ প্রশাসনে নালিশ বৃদ্ধের

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিষক অপু ঘোষ বলেন, “হঠাৎই মেঝেতে ধস নামে। চার জন পড়ুয়া ঢুকে গিয়েছিল। তবে আহত কেউ হয়নি।” মনে হচ্ছে, স্কুলের পাশে নদী থাকায় নিচের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ঘটনা।