পুরুলিয়ার মাড়ভাত খাওয়া ছেলে সাইকেলে যাচ্ছে রাশিয়া, বিশ্বাস করতে পারছেনা নেট দুনিয়া

Published On:

ছেলেটির নাম অক্ষয় ভগত।বাড়ি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার বুড়দা গ্রামে। আর এই প্রত্যন্ত এলাকার একজন মাড়ভাত খাওয়া ছেলে যে নিজের সাহসে বিশ্বজয়ে সাইকেলে করে বিশ্বভ্রমণে নেমে পড়তে পারে তা বিশ্বাস করতেই পারছেনা নেটিজেনদের একাংশ।

অক্ষয়ের একটি ফেসবুক পোষ্টে তাই কমেন্টে ভরছে নানান বিশ্বয়সূচক কথাবার্তা।

একজন লিখছেন -“এই তথ্যটি সম্পূর্ণ ভুল কেননা ছেলের নাম ঠিকানা নেই কেন?”

আবার একজন বলছেন-“এই সব ফেক পোস্ট।”

একজনের দাবি-রাশিয়ান মেয়ে বিয়ে করে আনতে হবে, আর যদি তা না পারে তবে তারজন্য একটা রাশিয়ান মেয়ে যেন নিয়ে আসে।

মাড়ভাতের দম থাকলে, আর মন থেকে স্বপ্ন দেখলে — পাহাড়, নদী, সীমানা কিছুই আটকাতে পারে না!পুরুলিয়ার মাটির গন্ধ মেখে, একটা…

Posted by Akshay Bhagat on Monday, April 28, 2025