স্বপ্নীল মজুমদার: প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় সাইকেল থেকে পড়ে মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার সকালে ঝাড়গ্রাম(Jhargram)শহরের বামদা(Bamda) এলাকার ঘটনা। মৃতের নাম রোহিত মুখার্জি (১৫)।
তার বাড়ি শহর লাগোয়া কন্যাডোবা(Kanyadoba) গ্রামে। শহরের বাণীতীর্থ হাইস্কুলে(Jhargram Banitirtha High School) দশম শ্রেণির ছাত্র ছিল রোহিত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই হৃদপিন্ডের সমস্যা ছিল রোহিতের। কয়েকমাস আগে ভুবনেশ্বর এআইআইএমএস-এ (AIIMS BHUBANESWAR) নিয়ে গিয়ে তার চিকিৎসাও হয়েছিল।
আরও পড়ুনঃ আজ ১২ জুলাই জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া কেমন থাকতে পারে?এখানে দেখে নিন
এদিন সকালে বাড়ি থেকে খালিপেটে টিউশন পড়তে গিয়েছিল রোহিত। ১ কিলোমিটার মত যাওয়ার পর শহরের বামদা এলাকায় সাইকেল থেকে পড়ে যায় সে। পৱিবারের কাছে খবর আসে প্রায় ৪০ মিনিট পরে। ততক্ষণ রাস্তায় পড়েছিল রোহিত। পরিবারের ক্ষোভ, স্থানীয়রা কেউ উদ্ধারে এগিয়ে আসেননি। রোহিতের জেঠু শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, ‘‘সময়মত হাসপাতালে নিয়ে গেলে হয়ত ছেলেটাকে বাঁচানো যেত। মানবিকতা বলে আর কিছু নেই। ঘটনাস্থলে পৌঁছে দেখি, সবাই ভিড় করে আছে।’’ চিকিৎসকদের অনুমান, হৃদপিন্ডের গোলযোগের কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে।