India Book of Records: ইন্ডিয়া রেকর্ড গড়ে সবাইকে চমকে দিলো ২ বছরের শিশু, প্রশংসার বন‍্যায় সম্প্রীতি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: বাংলার প্রত‍্যন্ত গ্রামাঞ্চল থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book of Records) এর অ্যাচিভমেন্ট ছিনিয়ে নিল একটি ছোট্ট শিশু। পশ্চিম মেদিনীপুর(Midnapore) জেলার ধেরুয়া এলাকার শিশুটির নাম- সম্প্রীতি মাহাতো, বয়স ২ বছর ৪ মাস। এই বয়সের মধ্যেই সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে রেকর্ড গড়ে ফেলেছে। একেবারে প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষা গ্রহণ করছে ওই শিশুটি। ২ বছরের একটু বেশি বয়স সম্প্রীতির। কিন্তু তার মধ্যেই সে একেবারে অবাক করে দিয়ে নিজের অ্যাচিভমেন্ট ছিনিয়ে নিয়েছে।

ওই শিশুটির মা মনিকা মাহাতোর সঙ্গে কথা বলে জানা গেল, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে গত এপ্রিল মাসে তারা আবেদন করেন। তারপরে সেখানে তার মেয়ের বিভিন্ন বিষয়ে পারদর্শিতার ভিডিও তুলে ধরেন। GNE Bangla-র প্রতিবেদকের প্রশ্নের উত্তরে সম্প্রীতির মা জানান, তার মধ্যে ছিল ৪৮ সেকেন্ড এর মধ্যে মানুষের দেহের ২০টি শরীরের অংশের নাম বলা, ৩৫টি বাংলা কবিতা, ৪টি ইংরেজি কবিতা, ১৭টি পশুর নাম বলতে পেরেছিল একেবারে স্বল্প সময়ের মধ্যে।

শুধু তাই নয়, সম্প্রীতি ১০টি রংয়ের নাম তুলে ধরে। তার সঙ্গে ভারতের জাতীয় প্রতীকের বর্ণনা দেয় এবং জাতীয় ১০টি রংয়ের কথাও সে বর্ণনা করে। এছাড়াও আরো বহু বিভাগ ছিল, যেখানে সম্প্রীতি অনেককেই চমকে দিয়ে নিজের পুরস্কারটি ছিনিয়ে নিয়েছে এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিবদ্ধ করে ফেলেছে।

আরও পড়ুনঃ DAV Public School: হঠাৎ শিক্ষক-শিক্ষিকা বদলি, প্রিন্সিপ্যালের সিদ্ধান্ত মানতে নারাজ পড়ুয়াদের পরিবার

পশ্চিম মেদিনীপুরের ধেরুয়া হাই স্কুলের কাছেই গুড়গুড়িপাল থানার অধীনে একটি গ্রামে সম্প্রীতির বাড়ি। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার। তার মা মনিকা মাহাতো স্থানীয় স্কুলে প্যারাটিচারের কাজ করেন। বাবার ওই স্থানীয় বাজারেই একটি ছোট্ট দোকান রয়েছে। সাধারণ মানের জীবন যাপন করেন তারা। আর সেই জায়গা থেকেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সম্প্রীতির এই রেকর্ড গড়ে ফেলাটা যথেষ্ট প্রশংসনীয়।