মেদিনীপুরের মুখে হাসি, সৌরভের কারখানা চালু হতে আর মাত্র দেড় বছর অপেক্ষা

Published On:

প্রথমে জানা গিয়েছিল মেদিনীপুরের শালবনীতে জিন্দাল কে দেওয়া জমিতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা । পরে তার স্থানান্তরিত হয়ে গড়বেতাতে হওয়ার কথা হয়। কিন্তু কবে সেই কারখানা হবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় ছিল মেদিনীপুরের সাধারণত মানুষজন। তবে এবার সমস্ত অনিশ্চয়তার ইতি টেনে জানা গেল ঠিক কবে হচ্ছে এই কারখানা।

আরও পড়ুনঃসময় ভুলেছে পুরুলিয়া এক্সপ্রেস, মাশুল গুণছেন যাত্রীর

শুক্রবার এক অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি জানান ১৮ থেকে ২০ মাসের মধ্যেই মেদিনীপুরের গড়বেতায় যে ইস্পাত কারখানাটি হওয়ার ঘোষণা করেছিলেন তিনি তার পুরোদমে চালু হয়ে যাবে।

মেদিনীপুরের গড়বেতায় এই কারখানাটি চালু হলে প্রায় দশ হাজার কর্মসংস্থান তৈরী হবে। ক্যাপ্টেন টিমটি বারের এই কারখানাটি হবে সংস্থার বৃহত্তম কারখানা। আনুমানিক ২,৫০০ কোটি টাকা লগ্নি করা হয়েছে মেদিনীপুরের এই কারখানাটি তৈরী করতে।