বিক্রম ব্যানার্জী: বলিউডের অতি পরিচিত মুখ চাঙ্কি পান্ডে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের 80টিরও বেশি মুভি উপহার দিয়েছেন অভিনেতা। বর্তমান সময়ে সিনেমার পর্দায় তাকে খুব একটা দেখা না গেলেও বলিউডে দাপটের সাথে অভিনয় করছেন মেয়ে অনন্যা(Ananya Panday)। সমাজ মাধ্যমে তাকে নিয়ে আলোচনার অন্ত নেই। বিভিন্ন সময়ে নানান রিল ভিডিও আপলোড করে ভক্তদের মনে শিহরণ তোলেন অভিনেত্রী(Ananya Panday)। দর্শকদের মুখে মেয়ের ভুয়সী প্রশংসা শুনে গর্বিত অভিনেতাও। তবে সম্প্রতি নাকি মেয়েকে(Ananya Panday) ডিএনএ টেস্ট করাতে বলেছেন চাঙ্কি।
1998 সালে অভিনেতা চাঙ্কি পান্ডে ও টেলিভিশন স্টার ভাবনা পান্ডের কোল আলো করে পৃথিবীতে আসেন অভিনেত্রী অনন্যা। বাবা একজন খ্যাতিসম্পন্ন অভিনেতা হওয়ায় বারংবার সমাজ মাধ্যমে ট্রোল হতে হয় তাকে। অভিনেত্রীর বিরুদ্ধে নেট নাগরিকদের অভিযোগ, তিনি নাকি বাবার দৌলতে ইন্ডাস্ট্রিতে এসেছেন। তবে এসব সমালোচনাকে সব সময়েই পাশ কাটিয়ে চলেন অভিনেত্রী। 2019-এ স্টুডেন্ট অব দ্য ইয়ার-2 সিনেমার মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয় অনন্যার। এরপর খালি পিলি, ড্রিম গার্ল-2 ও লিগারের মত বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অতি সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর Call Me Bae সিরিজ। যেখানে অসাধারণ অভিনয়ের জন্য দর্শকদের অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন অনন্যা। মেয়ের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বাবা চাঙ্কি পান্ডেও। সম্প্রতি এক সাক্ষাৎকারের দরুন বাবা-মেয়ের অজানা খুনসুটির কথা জানার সৌভাগ্য হয়েছে দর্শকদের। ক্যামেরার মুখোমুখি হয়ে বাবাকে অকপটে অনন্যা জিজ্ঞেস করেন তিনি একজন অভিনেত্রী হিসেবে কেমন?
উত্তরে চাঙ্কি পান্ডে বলেন, অন স্ক্রিন নাকি বাড়িতে? অন্যান্য বলেন, মা তো ভাবে আমি অন স্ক্রিনের থেকেও বাড়িতে বেশি ভাল অভিনয় করি। পরিবার নিয়ে কথা বলতে বলতে হঠাৎই অনন্যা জানায়, বাবা এবং তার মধ্যে ঝামেলা হলে মা বলেন ঝামেলার পার্টটি সিনেমার জন্য রেখে দিতে।
প্রসঙ্গত, Call Me Bae সিরিজে মেয়ের অসাধারণ অভিনয় দক্ষতা প্রতি মুহূর্তে মুগ্ধ করেছে বাবা চাঙ্কি পান্ডেকে। অভিনয় যে ভাল লেগেছে সে কথা খোলা মনে মেয়েকে জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমেও উঠে এসেছে সেই তথ্য। তবে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, অনন্যার অনবদ্য অ্যাক্টিং সেন্স ভাবিয়েছে অভিনেতাকে। তার মতে মেয়ের মত অভিনয় হয়তো তিনিও করতে পারবেন না। তাই মজার ছলে মেয়েকে নাকি ডিএনএ টেস্ট করার কথা বলেছেন বলিউড অভিনেতা চাঙ্কি।
Shah Rukh Khan: এত জনপ্রিয়তা-সাফল্য আমার প্রাপ্য নয়, হঠাৎ কেন এমন মন্তব্য শাহরুখের?