বিক্রম ব্যানার্জী: ক্রিকেটে তার জুড়ি মেলা ভার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটারদের তালিকায় প্রথম সারিতে রয়েছে তার নাম। ক্রিকেট যাকে ছাড়া একপ্রকার অসম্পূর্ণ সেই অজি কিংবদন্তির টেস্ট কেরিয়ারে চোখ রাখলে মাথা ঘুরে যেতে বাধ্য সকলের। হ্যাঁ, অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা ডন ব্র্যাডম্যান(Don Bradman) ক্রিকেটের দুনিয়ায় এক অতুলনীয় নাম। এই মহারথী তার টেস্ট জীবনে সর্বোচ্চ 99.94 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বহুবার ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন যেই খেলোয়াড়(Don Bradman) এবার সেই অজি তারকার গ্রিন ক্যাপ নিলামে উঠতে চলছে।
1947-48 মরসুমে যেই ব্যাগি গ্রিন ক্যাপ পরে ভারতসহ অন্যান্য ক্রিকেট দলগুলির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন ব্র্যাডম্যান এবার তার সেই টুপিটি নিলামে উঠছে। বিশেষজ্ঞদের ধারণা, নিলামে অস্ট্রেলিয়ান কিংবদন্তির সবুজ টুপির দাম 2 লাখ 50 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য 2 কোটি 11 লাখ 79 হাজার 584 রুপি। বলা বাহুল্য, বর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে অজি শিবিরের বিরুদ্ধে বর্ডার গাবস্কার ট্রফির টেস্ট সিরিজ খেলছে ভারত। কাকতালীয়ভাবে হলেও 1947-48 মরসুমে ভারতের বিপক্ষেই প্রিয় সবুজ টুপিটি পরে মাঠে নেমেছিলেন ব্র্যাডম্যান। স্বাধীন হওয়ার পর যা ছিল ভারতের প্রথম বিদেশ সফর।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে 1947-48 মরসুমের সেই সিরিজের 6 ইনিংসে ঝোড়ো ব্যাটিং করে 715 রান পকেটে পুরেছিলেন ব্র্যাডম্যান। এই ম্যাচগুলিতে কিংবদন্তি অস্ট্রেলিয়ান তারকার স্ট্রাইক রেট ছিল 178.75। গোটা সিরিজে ব্র্যাডম্যান 3টি সেঞ্চুরি এবং 1টি ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার সেই কিংবদন্তি তারকার স্মৃতি বিজড়িত টুপিটি উঠতে চলেছে নিলামে। বলা বাহুল্য, ব্র্যাডম্যান ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে আনছে বোনহ্যামস কোম্পানি।
আরও পড়ুন: রাজ্যের 8 জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে জোরদার করা হচ্ছে নিরাপত্তা