Champions Trophy 2025: ভারত-পাকিস্তান দ্বন্দের মাঝে লাভের মুখ দেখবে বাংলাদেশ! চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে পারে বিসিবি

Published On:

বিক্রম ব্যানার্জী: আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি(Champions Trophy 2025) নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে উঠেছে। ভারত চাইছে চ্যাম্পিয়নস ট্রফির(Champions Trophy 2025) ম্যাচগুলি হাইব্রিড মডেলই করা হোক। অন্যদিকে প্রতিবেশী দেশের সিদ্ধান্তের ঘোর বিরোধী পাকিস্তান ক্রিকেট বোর্ড। এহেন পরিস্থিতিতে চ্যাম্পিয়নস ট্রফির(Champions Trophy 2025) ভবিষ্যত কী, সেই চিন্তায় ঘুম উড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই সময়ে লাভের আশায় বুক বাঁধছে বাংলাদেশ। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মাঝেই নাকি চ্যাম্পিয়নস ট্রফি(Champions Trophy 2025) নিয়ে স্বার্থ সুনিশ্চিত করতে চাইছে বিসিবি।

সূত্রের খবর, ভারতের দাবি মেনে পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি হয়ে যায়। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলি নিজেদের ঘরের মাঠে আয়োজন করতে চায় বাংলাদেশ। এমনকি ভারত ফাইনালে উঠলে সেই ফাইনাল ম্যাচটিও বাংলাদেশের মাটিতেই করতে চাইছে বিসিবি। ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ গুলির পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচও ওপার বাংলার রণক্ষেত্রে আয়োজন করবে বিসিবি। পাকিস্তান রাজি থাকলে আইসিসির অনুমতি নিয়েই ভারতের প্রতিটি ম্যাচ নিজেদের মাটিতে খেলাতে চায় শান্তদের দল। তবে এই কাজ অতটাও সহজ নয়।

কারণ, বর্তমানে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার ও বাংলাদেশী বর্বরতার জেরে দুই দেশের সম্পর্কে যথেষ্ট ফাটল তৈরি হয়েছে। কাজেই এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে ম্যাচ খেলার কোনও প্রশ্নই ওঠেনা। ভারতের পাশাপাশি পাকিস্তানও চাইবে না ভারতের সাথে মতপার্থক্যের লাভ তুলুক বিসিবি। তবে বিভিন্ন সূত্র মারফত খবর পাকিস্তান হাইব্রিড মডেল মেনে নিলে আইসিসিকে ভারতের ম্যাচগুলি ঘরের মাঠে আয়োজন করার প্রস্তাব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেশ কিছু প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী 5 ডিসেম্বর দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে আইসিসি। এদিনই টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারণ করা হবে। মনে করা হচ্ছে এই বৈঠকের পর পাকিস্তান হাইব্রিড মডেল মেনে গেলে আইসিসিকে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব জানাবে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা জানান, ‘চ্যাম্পিয়নস ট্রফির কিছু ম্যাচ যদি আমরা নিয়ে আসতে পারি, এর থেকে ভাল আর কিছু হতে পারে!’ সদ্য পাওয়া তথ্য মারফত খবর, পিসিবি প্রধান মহসিন নকভির সাথে এই বিষয়ে এক ফোনালাপে কথা চালাচালি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। সেই ফোন বার্তায় পিসিবি প্রধান নাকি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন চেয়েছেন। এদিকে ফারুক আহমেদও নাকি হাইব্রিড মডেল অনুযায়ী ভারতের ম্যাচগুলি বাংলাদেশে আয়োজন করার আগ্রহ জানিয়েছেন। সব মিলিয়ে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে সকলেই। তবে শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবে পাল্লা? উত্তর দেবে সময়।

আরও পড়ুন: 2024 ফিল্মফেয়ার ওটিটির সেরা অভিনেতা-অভিনেত্রী দিলজিৎ দোসাঞ্ঝ ও করিনা কাপুর, রইল সম্পূর্ণ তালিকা