Horoscope: আর্থিক উন্নতি যোগে সুখবর পেতে পারেন এই ৩ রাশি,দেখুন আজকের রাশিফল

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৩ই ডিসেম্বর ২০২৪।
মেষঃ অফিসে দ্বিধা এড়িয়ে চলুন। কোথাও প্রেজেন্টেশন দিতে গেলে আপনার আত্মবিশ্বাস টলতে দেবেন না। ব্যবসায়ীদের পক্ষে অংশীদারিত্বে কাজ করা লাভজনক হতে পারে। তবে লেনদেনে কোনও ভুল যেন না হয়, তাই ভাল করে কাগজপত্র মিলিয়ে নিন।

বৃষঃ কাউকে ঋণ দিলে সময়মতো নাও ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে সার্বিক চাপ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে। এই সময় অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে।

মিথুনঃ বড়দের আশীর্বাদ আপনার পাথেয় হবে। ছোটদের উপহার দিলে মন ভাল হবে। সব ঠিক রাখতে পুজো করতে পারেন। মার্কেটিং ও ইনসেন্টিভ নির্ভর কাজ করেন যাঁরা, তাঁদের জন্য দিনটি শুভ হতে পারে।

কর্কটঃ সফলতা, সুনাম বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সন্তানের সাফল‌্য ও কর্মলাভ অসম্ভব নয়। ফাটকা বা লটারিতে আর্থিক লাভ সম্ভব। কল‌্যাণমূলক কাজকর্মে অসামাজিক স্বীকৃতি আপনার মান ও যশ বৃদ্ধি করবে। কর্মসূত্রে দূরভ্রমণ অসম্ভব নয়।

সিংহঃ অফিসে কাজের চাপ আপনাকে মানসিকভাবে অস্বস্তিতে রাখতে পারে। তা যেন যন্ত্রণাদায়ক না হয়ে ওঠে, তার দিকে সতর্ক থাকতে হবে। ওষুধ ব্যবসায়ীরা প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিশ্রামের দিকেও নজর দিতে হবে, অপ্রয়োজনীয় মানসিক চাপ নেবেন না।

কন্যাঃ শিল্পী এবং কলাকুশলীদের নতুন যোগাযোগ উপার্জন বৃদ্ধিতে সাহায‌্য করবে। বিদ‌্যার্থীদের জন্য শুভ। শ্বশুরের সম্পত্তি পেতে পারেন। পিতামাতার স্বাস্থ‌্য মোটামুটি ভালই থাকবে।

তুলাঃ আজ নিজেকে বিতর্ক থেকে দূরে রাখুন। অভাবী কাউকে সাহায্য করতে পারলে নিজের ভাল হবে। অফিসে প্রেজেন্টেশন ইত্যাদির জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তবে পরিচিতি বাড়ান।

বৃশ্চিকঃ কর্মস্থানে শুভ সংবাদ পেতে পারেন। ব‌্যবসাক্ষেত্রে নতুন আশার সঞ্চার। সন্তানের কর্মসূত্রে বিদেশে যাওয়ার যোগাযোগ হতে পারে। বন্ধুর উপকার করতে গিয়ে বাড়তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

ধনুঃ সব ভুল ভুলে, ভাঙা সম্পর্ককে আবার জোড়া দেওয়ার কথা ভাবতে পারেন। কেউ যদি আপনার কাছ থেকে ক্ষমা প্রত্যাশা করেন, তবে তাকে নিরাশ করবেন না। অফিস থেকে ভালো পুরস্কার পেতে পারেন। চিকিৎসা বা চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ হতে পারে।

আরও পড়ুনঃ হাতির হানায় মৃত যুবক, পরিবারকে আর্থিক সাহায্য রাজ্য সরকারের

মকরঃ আপনার উদাসীনতার জন‌্য কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। ব‌্যবসায়ীরা এই সময় ঋণের টাকা ফেরত নাও পেতে পারেন। সন্তানদের পরীক্ষার ফল ভালই হবে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক ব‌্যবসায় উন্নতি লাভ।

কুম্ভঃ শিক্ষার্থীরা পড়া বা কোনও কাজ ভুলে গিয়ে সমস্যায় পড়তে পারেন। লেখার অনুশীলনে করুন। ভাইরাস এবং ব্যাকটেয়ার আক্রমণ হতে পারে। অ্যালার্জির সমস্যা হতে পারে। পরিচ্ছন্ন থাকুন, সাবধানে থাকুন।

মীনঃ দিনটি শুভ। ব‌্যবসায় বিনিয়োগের আগে সঠিক পরিকল্পনা নিন। এই সময় কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সন্তানের সার্বিক সাফল্যে আপনার মান ও যশ বৃদ্ধি পেতে পারে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।