Midnapore Awas Yojna: তৃণমূলের শিক্ষক কাউন্সিলরের অপূর্ব কীর্তি! দোতলা বাড়ি থাকতেও আবাস যোজনার স্ত্রীর নাম

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Awas Yojna: তৃণমূলের নির্বাচিত কাউন্সিলর তিনি। পেশায় শিক্ষক। রয়েছে দোতলা বাড়ি। সেই শিক্ষকের স্ত্রী আবাস যোজনার (Awas Yojna) পাচ্ছেন বাড়ি! এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) রামজীবনপুর পৌরসভায় (Ramjibanpur Municipality)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এলাকায়।

পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস। পেশায় একজন স্কুল শিক্ষক তিনি। শম্ভু দাসের রয়েছে একটি দ্বিতল পাকার বাড়ি। কিন্তু তবুও শম্ভু দাসের স্ত্রী মনীষা দাসের নাম রয়েছে আবাস যোজনা প্রকল্পে বাড়ি প্রাপকদের নামের তালিকায়। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতিতে। ঐ পৌর এলাকায় এখনো বহু মানুষ রয়েছেন যাঁরা ভাঙাচোরা মাটির বাড়িতেই বসবাস করছেন। এখনও আবাস যোজনার বাড়ি পাননি তাঁরা। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর, যিনি পেশায় শিক্ষক, তাঁর দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও কীভাবে তাঁর স্ত্রী পাচ্ছেন আবাস যোজনার বাড়ি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

1000007964

বাড়ি মেলেনি, ত্রিপলই সম্বল

অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের দিকে কটাক্ষ হেনেছেন বিরোধীরা। তৃণমূলের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।বিরোধীদের আরও অভিযোগ, আগে সরকারি বাড়ি নিয়ে দুর্নীতি হয়েছে। পৌরসভা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এই বিষয়ে জানানো হলেও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের।