বিক্রম ব্যানার্জী: ভয়াবহ বাস দুর্ঘটনার(Bus Accident) সাক্ষী থাকলো ফ্রান্স। দক্ষিণ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে পোর্তে পিউওমাসের এক রিসর্টের কাছে দুর্ঘটনার(Bus Accident) কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। সূত্রের খবর, বাসে 46 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। 7 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ বাস দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী হেলিকপ্টার। 9 জন বাদে বাকি যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছিল। যদিও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আহতরা। ডয়চে ভেলের প্রতিবেদন মারফত খবর, বাসটি 46 জন যাত্রী নিয়ে দক্ষিণ ফ্রান্সের স্কি রিসর্টে যাচ্ছিল। গন্তব্যের খুব কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে বাসটি।
একটানা বরফপাত ও খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে দ্রুত সাহায্য পাঠানো সম্ভব হয়নি। পরে সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। প্রশাসন সূত্রে খবর, প্রায় 120 জন উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে সরিয়ে আনেন। পুলিশ আধিকারিকদের প্রাথমিক ধারণা, বাসটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ক্লিফে ঢুকে গিয়েছিল। তার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটছে। তবে দুর্ঘটনার পিছনে আসল কারণ কী তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে ফুটবল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, নিহত কমপক্ষে 100