Tripura: ত্রিপুরার কাছেও ঋণী বাংলাদেশ! 135 কোটি টাকার বিদ্যুতের বকেয়া দ্রুত মেটানোর হুঁশিয়ারি

Published On:

বিক্রম ব্যানার্জী: বকেয়া বিদ্যুত বিল মেটানোর দায়ে জর্জরিত বাংলাদেশ। আদানি গোষ্ঠীর পর 135 কোটি টাকার বিদ্যুতের বকেয়া মেটানোর চাপ দিল ত্রিপুরাও(Tripura)। জানা গিয়েছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশের সাথে বাণিজ্যিক চুক্তি হয়েছিল ত্রিপুরা(Tripura) সরকারের। আর সেই চুক্তি মেনেই ওপার বাংলায় পাঠানো হত বিদ্যুৎ। এবার সেই বিদ্যুতের মূল্য চোকাতে হবে বাংলাদেশকে। সূত্রের খবর, বকেয়া অর্থ যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরা(Tripura)।

ভারত বিরোধী নানান কার্যকলাপ ও সংখ্যালঘু অত্যাচারের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ওপার বাংলার মানুষ। এহেন আবহে বাংলাদেশকে বিদ্যুতের বকেয়া পরিশোধ করার নির্দেশে দিয়েছে ত্রিপুরা সরকার। যা অল্প হলেও বাড়তি চাপ যোগাবে মোহাম্মদ ইউনূসদের। রবিবার বাংলাদেশের বকেয়া বিদ্যুৎ বিল প্রসঙ্গে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, এখনও পর্যন্ত বিদ্যুৎ বিল বাবদ 135 কোটি টাকা বাকি রেখেছে বাংলাদেশ। তবে ধার থাকলেও নিয়ম করে সেই বকেয়া মিটিয়ে দিচ্ছে বাংলাদেশের সরকার। আমরাও তাদের থেকে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 6.65 টাকা কম দাম নিচ্ছি।

প্রসঙ্গত, ভারতের আদানি গোষ্ঠীর কাছে বিদ্যুতের বিল বাবদ 7 হাজার 200 কোটি টাকা বকেয়া ছিল বাংলাদেশের। বছরের পর বছর ধরে বকেয়া বাড়তে থাকায় এক সময়ে আদানি গোষ্ঠীর তরফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় ভুগছিল ওপার বাংলার জনগণ। পরবর্তীতে 2017 সালে আদানি পাওয়ারের সাথে 25 বছরের চুক্তির হিসাব খতিয়ে দেখতে অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেয় বাংলাদেশ হাইকোর্ট। 26 নভেম্বরের সেই নির্দেশ অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করার কথা। অন্যদিকে আদানি গোষ্ঠীর কাছে বাংলাদেশের বিপুল পরিমাণ বকেয়ার দায় চাপানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ওপর।

আরও পড়ুন: জিমেইলে নতুন আপডেট আনছে গুগল, না জানলে এখনই দেখুন