Gmail: জিমেইলে নতুন আপডেট আনছে গুগল, না জানলে এখনই দেখুন

Published On:

বিক্রম ব্যানার্জী: ই-মেইল ব্যবহারকারীদের জন্য নতুন চমক আনতে চলেছে আন্তর্জাতিক টেক জায়ান্ট গুগল। জানা যাচ্ছে, স্মার্টফোনে ই-মেইলের ক্ষেত্রে ব্যবহারকারীরা যাতে সহজেই নির্দিষ্ট ই-মেইল পাঠানোর সময় রিসিভারের নামের তালিকা টু, সিসি এবং বিসিসি অপশন থেকে সরাসরি ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে পাঠাতে পারে সেই সুবিধাই এবার থাকবে জি-মেইল অ্যাপে(Gmail)।

গুগলের এই নয়া পদক্ষেপ জি-মেইল ব্যবহারকারীদের অনেকটাই সাহায্য করবে। কেননা, অনেক সময় ই-মেইল করার ক্ষেত্রে একসঙ্গে একাধিক প্রাপকের নাম যুক্ত করার সময় টু, সিসি এবং বিসিসি অপশন নির্বাচনে যথেষ্ট সমস্যা তৈরি হয়। এবার সেই সমস্যার সমাধান করতে নতুন ব্যবস্থা গ্রহণ করল গুগল। এবার থেকে ভুলবশত ড্র্যাগ অ্যান্ড ড্রপ সুবিধার মাধ্যমে অন্য অপশনে নাম যুক্ত হয়ে গেলেও সেটি পুনরায় ড্র্যাগ করে পাঠানো যাবে।

উল্লেখ্য, অতি সম্প্রতি জি-মেইলের এই নতুন আপডেটের বিষয় নিয়ে বেশ কিছু তথ্য জানিয়েছে গুগল। সংস্থাটি জানায়, ওয়েব সংস্করণের এই নয়া সুবিধা অ্যান্ড্রয়েডের প্রায় প্রতিটি ভার্সনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। যদিও প্রথমদিকে এই সুবিধা চালু হবে শুধুমাত্র গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান ও অন্যান্য শিক্ষাসংশ্লিষ্ট ব্যবহারকারীদের জন্য।

আরও পড়ুন: লিভারপুলের বিরুদ্ধে জায়গা করে উঠতে পারল না গার্দিওলার সিটি, 2-0 ব্যবধানে জয় গাকপোদের