Midnapore Lorry Highjack: রবিবার রাতে লরি হাইজ্যাকের ঘটনা পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) ডেবরার রাস্তায়! কিন্তু পুলিশের তৎপরতায় ধরা পড়লো চোর। উদ্ধার হল লরি। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলা পুলিশের প্রশংসায় জেলাবাসী।
মেদিনীপুরের ডেবরা এলাকায় জাতীয় সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে নেমেছিলেন চালক। সেই সময়েই দুষ্কৃতি লরি নিয়ে চম্পট দেয়। খবর যায় পুলিশে। তৎপর হয়ে ওঠে পুলিশ। দাসপুরের রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। পাঁশকুড়ার দিকে মোতায়েন হয় সশস্ত্র পুলিশ বাহিনী। উদ্ধারের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া ও ঘাটাল-মেদিনীপুর সড়কের সংযোগস্থল দাসপুরের বকুলতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যখন অত রাতে এলাকায় পুলিশি ব্যারিকেড থেকে সাধারণ মানুষ থমকে গিয়েছিলেন। তখন হঠাৎই একটি মাল বোঝাই লরি তীব্র বেগে ধেয়ে এসে পুলিশের ব্যারিকেডে ধাক্কা দেয়। তারপর ধাক্কা দেয় পাশের একটি দেওয়ালে। গাড়িটি থমকে গেলে কেবিন থেকে লরির চালক পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায় পুলিশ বাহিনীর হাতে। এরপর পুরো কাহিনী পরিষ্কার হয়। এটি ছিল ডেবরার রাস্তায় চুরি হওয়া সেই লরি। লৌহ আকরিক বোঝাই চুরি যাওয়া লরিটি উদ্ধার হয়। চোর আপাতত পুলিশি হেফাজতে। প্রসঙ্গতঃ উল্লেখ্য, কিছুদিন আগেই একটি বড় ডাকাত দলকে পাকড়াও করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের এই তৎপরতায় স্বস্তি পাচ্ছেন জেলাবাসী।