Horoscope: ভাগ্যের চাকা খুলে যেতে পারে এই রাশির,পড়ুন আজকের রাশিফল

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২ই ডিসেম্বর ২০২৪।
মেষ: বাবা মায়ের সঙ্গে আজ বেশ ভাল সম্পর্ক থাকবে এবং তাঁরাও আপনার প্রতি আজ খুশি থাকবেন। আজ প্রেমিক-প্রেমিকার জন্য সার্বিক আনন্দ অপেক্ষা করে আছে। পার্টনারশিপ ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে আজ মনের মত সাফল্য হবে না।

বৃষ: কর্মস্থলে মোটামুটি ভাবে চললেও ব্যবসা ক্ষেত্রে নূতন যোগাযোগ হতে পারে। তবে যথেষ্ট বিচারপূর্বক তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা উচিত। ঠান্ডা লাগা জনিত সমস্যা হতে পারে।

মিথুন: কোনও বন্ধুর প্রেমে সমস্যা মিটিয়ে মানসিক তৃপ্তি পাবেন। মায়ের ভালোবাসা বা আশীর্বাদ সব সময় আজ আপনার সঙ্গেই থাকবে। সন্ধ্যায় সপরিবারে কোনও হোটেল বা রেস্টুরেন্টে খেতে যাওয়া হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ ফল।

কর্কট: কর্মক্ষেত্রে ও গৃহে ছোটখাটো পরিবর্তন হতে পারে। সেইসঙ্গে আইনগত কোনও সমস্যা চললে তার সমাধান হতে পারে, এছাড়া শত্রুনাশ, আত্মীয় পরিজনদের আস্থাভাজন হয়ে উঠতে পারেন।

সিংহ: কিছু নতুন পোশাক কেনা বা উপহার হিসাবে পাওয়ার যোগ রয়েছে। ছাত্র-ছাত্রীদেরজন্য শুভফল। বেকারদের মনের মত কর্মের সুযোগ আসবে। যে সব প্রেমিক-প্রেমিকারাদের জন্য আজ ভালো দিন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামাজিক পরিচিতি ও মান সম্মান বৃদ্ধি পাবে। ভাগ্যের চাকা খুলে খুলে যেতে পারে।

কন্যা: চাকুরিক্ষেত্রে পদোন্নতি ও বদলির সম্ভাবনা, আর্থিক সংস্থার কর্মীদের বিশেষ সুবিধা লাভ হতে পারে, ধাতু ও নির্মাণ শিল্পে উন্নতির সম্ভাবনা, মানসিকভাবে আরো সুদৃঢ় হয়ে উঠতে পারেন।

তুলা: ব্যবসায়ে আজ লাভের যোগ নির্দেশ করছে। তবে রাস্তাঘাটে বা ভিড়ের মধ্যে সাবধানে থাকুন। আজ পকেটমারি হতে পারে। যে কোনও বিপদে আজ বন্ধুরা সাহায্য করবে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। স্বামী-স্ত্রীর মধ্যে হালকা মতভেদ। ছাত্র-ছাত্রীদের শুভ ফল।

বৃশ্চিক : আর্থিক বৃদ্ধি, আয় বৃদ্ধি, সেইসঙ্গে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, গৃহ নির্মাণ বা গৃহের সংস্কার আরম্ভ হতে পারে, ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ হতে পারে।

ধনু: পাওনা অর্থ কিছুটা আজ উদ্ধার হবে। পারিবারিক জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। বিপদের সময় স্বামী-স্ত্রীর একে অন্যকে সাহায্য দান, যার ফলে দিনের শেষে আপনি সুখী হবেন। আজ ছোটখাটো ভ্রমণযোগ নির্দেশ করছে। ব্যবসায় মনের মতো লাভ এখনই হবে না। গৃহে শুভ অনুষ্ঠান।

আরও পড়ুনঃ আইআইটি খড়গপুর গবেষণা করবে স্বাস্থ্য পরিষেবা নিয়ে, সহযোগী টিসিএস

মকর: কর্মক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে মানসিক সন্তুষ্টি লাভ হতে পারে। সেইসঙ্গে গৃহের উন্নতি, পরিবারের কোনও সদস্যের দ্বারা বিশেষ সুখী হতে পারেন।

কুম্ভ: আপনার মন থাকবে আনন্দপূর্ণ। স্বামী বা স্ত্রীর একটু জ্বর গলা খুসখুসের জন্য ভোগান্তি। প্রেমিক-প্রেমিকার খুব দিন ভালো নয়। আর আপনার মেজাজ হচ্ছে এর জন্য দায়ী। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষ ও সহকর্মীরা আপনাকে সাহায্য করবে।

মীন: কর্মক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য লাভ হতে পারে, সেইসঙ্গে পরিচিত ব্যক্তির দ্বারা যথেষ্ট উপকৃত হবার সম্ভাবনা, ছাত্রদের বিশেষ শুভ। প্রেমজ বিষয়ে অসাফল্য লাভ হতে পারে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।