Sexual Harassment: শাহরুখ-সলমানের সহঅভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, একাধিক ধারায় রুজু হয়েছে মামলা

Published On:

বিক্রম ব্যানার্জী: বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে ভাইজান সলমান অথবা হৃতিক রোশন, প্রায় সকলের সাথেই অভিনয় করেছেন তিনি। বলিউডের অন্দরে কান পাতলে প্রায়শই শোনা যায় তার নাম। জোশ থেকে শুরু করে জানি দুশমন, জয় হো, লক্ষ্য সহ অসংখ্য ছবিতে দেখা গেছে যাকে। সেই পরিচিত মুখ বলিউড স্টার শরদ কাপুরের বিরুদ্ধে এবার যৌন হেনস্তার(Sexual Harassment) অভিযোগ উঠল।

বিখ্যাত বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে অসভ্য আচরণ এবং অশ্লীলভাবে গায়ে হাত দিয়ে যৌন হেনস্থার অভিযোগ এনে মুম্বইয়ের খার খানায় মামলা দায়ের করেছেন 32 বছর বয়সী এক মহিলা। অভিযোগকারীনির বয়ানের ভিত্তিতে পুলিশের তরফে জানানো হয় দস্তক ছবির নায়ক নাকি ওই মহিলাকে বাড়িতে ডেকে এনে জোরপূর্বক যৌন স্পর্শ করার চেষ্টা করেছিলেন।

পুলিশ আধিকারিকদের তরফে আরও বলা হয়, এই ঘটনার আগে ওই মহিলার সাথে ফেসবুকে আলাপ হয় অভিনেতার। তারপর একে অপরের মধ্যে কথা চালাচালির দৌলতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যেই ওই মহিলার সাথে ভিডিও কলে কথা বলতেন শরদ কাপুর। এরপরই একদিন অভিনেতা তাকে বাড়িতে শ্যুটিংয়ের বাহানায় ডাকেন। অফিসের নাম করে বাড়িতে ডাকার পরই মহিলার সাথে অশ্লীল আচরণ করেন শাহরুখ-সলমানের সহ অভিনেতা।

পুলিশ সূত্রে খবর, মহিলা তাঁর বাড়িতে পৌঁছতেই তাকে বেডরুমে ডাকেন শরদ। এরপর সেদিন বিকেলেই মহিলাকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ পাঠান অভিনেতা। অপ্রত্যাশিত টেক্সট দেখেই গোটা বিষয় নিয়ে মুখ খোলেন ওই মহিলা। তৎক্ষণাৎ মুম্বইয়ের খার থানায় শরদ কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তবে এই গোটা ঘটনায় মুখে কুলু পেতেছেন বলিউড তারকা।

উল্লেখ্য, মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 74, 75 এবং 79 ধারায় মামলা রুজু হয়েছে। মহিলাকে যৌন হেনস্থা, জোরপূর্বক শারীরিক স্পর্শ ও ক্রিমিনাল অফেন্সের ভিত্তিতে FIR দাখিল করেছে পুলিশ।

আরও পড়ুন: শিয়া-সুন্নি সংঘর্ষে উত্তাল পাকিস্তান! মৃতের সংখ্যা 128 ছাড়াল