Horoscope: আবেগপ্রবণ মেষ,ধীরে চলো কন্যা,দেখুন আপনার আজকের রাশিফল

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৩০শে নভেম্বর ২০২৪।
মেষঃ প্রেমিকার সঙ্গে স্মরণীয় সময় কাটাবেন। সবার সুখ -দুঃখে সহযোগী হবেন। বন্ধুদের সঙ্গে দেখা হবে। ভক্তি বাড়বে। ব্যক্তিগত জীবন সুখে কাটবে।

বৃষঃ প্রতিটি কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে অনিশ্চয়তা বাড়তে পারে। সবধরনের মতানৈক্য এড়িয়ে চলুন। ভ্রমণ ও যাত্রা শুভ।

মিথুনঃ অলসতা চলে যাবে। শারীরিক বাধা দূর হবে। ধর্মকর্ম বৃদ্ধি পাবে। আপনি রোগ থেকে মুক্তি পাবেন। সস্বাস্থ্যের উন্নতি বজায় রাখবে।

কর্কটঃ পারিবারিক ও সামাজিকভাবে আপনি প্রশংসিত হবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। নেতিবাচক চিন্তা-ভাবনাকে প্রশ্রয় দেবেন না। সময়মতো কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিকভাবে বেশ ভালো কাটবে।

সিংহঃ দিন শুভ। ব্যবসায় নতুন পরিকল্পনার লাভ পাবেন। দাম্পত্য জীবন অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। আপনজনদের সঙ্গে লেন-দেনে সাবধানতা অবলম্বন করুন।

কন্যাঃ সবধরনের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। নিজের আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করবেন। আর্থিকভাবে বেশ ভালো থাকবেন। পেশাগত ও কর্মজীবনে জটিলতা তৈরি হতে পারে।

তুলাঃ ব্যক্তিগত জীবনের মনোমালিন্যের ফলে দূরত্ব বাড়বে। সমাজ ও পরিবারে গুরুত্ব বাড়বে। ধর্ম গ্রন্থ পাঠে রুচি বাড়বে। বিবাদ এড়িয়ে যান।

আরও পড়ুনঃ বন দফতরের জমি ছাইয়ের পাহাড়, তেল কারখানার দূষণে বিপর্যস্ত ভাদুতলার জনজীবন

বৃশ্চিকঃ নিজ শত্রু সম্পর্কে সচেতন থাকুন। শারীরিক সুস্বাস্থ্যের জন্য প্রয়েজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। ব্যবসা ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ।

ধনুঃ আপনজনদের সঙ্গ পাওয়ায় কাজ পূর্ণ হবে। সন্তানের উন্নতিতে মন প্রসন্ন হবে। কর্মক্ষমতায় বৃদ্ধি সম্ভব। সুখ লাভ করবেন। মিথ্যে কথা বলবেন না।

মকরঃ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। দাম্পত্য জীবন ভালো যাবে। তবে আপনার ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে।

কুম্ভঃ প্রাণবন্ত সময় কাটবে। শত্রুদের প্রতি আপনার কঠোর মানসিকতা বাড়বে। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। আপনার পারিবারিক ও সামাজিক পরিমন্ডলে আপনার গুরুত্ব ও সম্মান বাড়বে। কোনো সুখবর আপনাকে মানসিক আনন্দ দেবে।

মীনঃ সাংগঠনিক কাজে যুক্তদের জন্য অনুকূল সময়। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক ও সামাজিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।