Lamine Yamal: ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে ইতিহাস গড়লেন স্পেনের 17 বছর বয়সী তরুণ, চেনেন তাকে?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: মাত্র 17 বছর 4 মাস বয়সে গোল্ডেন বয় পুরস্কার জিতে ইতিহাস গড়লেন স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল(Lamine Yamal)। ইতালির এক অতি পরিচিত ক্রীড়া সংবাদ মাধ্যম 21 বছরের কম বয়সী খেলোয়াড়দের জন্য এই বিশেষ পুরস্কারের আয়োজন করেছিল। যা এখন 17-র ইয়ামালের(Lamine Yamal) দখলে।

21 বছরের কম বয়সী ফুটবলারদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ফুটবল তারকা হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন ইয়ামাল। যা তাকে গোটা বিশ্বের কাছে মেলে ধরেছে। সূত্রের খবর, গোল্ডেন বয় পুরস্কার জয়ের দৌঁড়ে ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন পাউ কুবারসি, কোবি মাইনু, আলেহান্দ্রো গারনাচো, আর্দা গুলেররা ও এন্ড্রিক। জুরিদের বিচারে 500 পয়েন্টের মধ্যে 488 পয়েন্টই গিয়েছে ইয়ামালের ঝুলিতে।

ইতালির জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যম সূত্রে খবর, গোল্ডেন বয় পুরস্কারের জন্য ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা নিজেদের মূল্যবান ভোট দিয়ে থাকেন। এবারে ইউরোপের 50টি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়ে ইয়ামালকে জিতিয়েছেন। বলা বাহুল্য, বার্সার প্রথম খেলোয়ার হিসেবে 2005 সালে গোল্ডেন বয় পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। এরপর স্পেনের হয়ে 2006-এ গোল্ডেন বয় পুরস্কার জেতেন সেস্ক ফ্যাব্রেগাস। 2024 সালে ফের স্পেনের চতুর্থ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার ছিনিয়ে নিলেন 17 বছরের তরুণ লামিন ইয়ামাল।

আরও পড়ুন: বিয়ের পর ভিন রাজ্যে তরুণীর সাথে লিভ ইন, প্রেমিকাকে মেরে দেহের 50 টুকরো করল গুণধর প্রেমিক