বিক্রম ব্যানার্জী: সময় যত এগোচ্ছে ততই ভয়াবহ রূপ নিচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। সদ্য পাওয়া খবর অনুযায়ী, রাশিয়ার(Russia) 4 টি অঞ্চল মিলিয়ে মোট 25টি ইউক্রেনীয়(Ukraine) ড্রোন মিসাইল ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি এক বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে রুশ(Russia) প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে খবর, ইউক্রেনের তরফে ছোড়া ড্রোনগুলির মধ্যে 14টি দক্ষিণ ক্রাসনোদার অঞ্চল, 6টি পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চল, 3টি মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ায় এবং দুটি রাশিয়ার দক্ষিণ রোস্তভ অঞ্চলের আকাশ থেকে ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী।
তবে ইউক্রেনের ড্রোন হামলায় সেভাবে কোনও ক্ষয়ক্ষতি না হলেও দুই জেলায় ভয়াবহ ইউক্রেনীয় আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। বুধবার রাতেই সেই খবর জানিয়েছেন ক্রাসনোদারের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ।
প্রসঙ্গত, হোয়াইট হাউসের সিংহাসন ছাড়ার আগে শেষ মুহূর্তের প্রেসিডেন্ট মেয়াদে ইউক্রেনকে হাত খুলে অস্ত্র সাহায্য করছেন বাইডেন। রাশিয়ায় আমেরিকান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদনের পাশাপাশি নতুন করে ইউক্রেনকে আরও 725 মিলিয়ান ডলার মূল্যের অস্ত্র সাহায্য পাঠানোর কথা জানিয়েছেন বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট। যার জেরে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়েছে।