চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Ghatal Fertilizer Price: দেশের বিভিন্ন সারের দাম নির্ধারিত (Fertilizer Price)। তার উপরে থাকে সরকারি ভর্তুকি। তবুও অনেক ক্ষেত্রেই একশ্রেণির সার ব্যবসায়ীর বিরুদ্ধে নির্ধারিত মূল্যের তুলনায় বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ ওঠে। তা খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) চন্দ্রকোনা টাউনের (Chandrakona Town) দোকানগুলিতে অভিযান চালালেন ঘাটালের (Ghatal) মহকুমা শাসক সুমন বিশ্বাস৷ দোকানগুলিতে মজুত সার থেকে মূল্য সমস্ত কিছু খতিয়ে দেখেন তিনি।
রাজ্যে রবিশস্য চাষের মরশুম শুরু হয়েছে। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার কিনতে পারেন, সেই বিষয়ে নজরদারি বজায় রেখেছে প্রশাসন। বুধবার চন্দ্রকোনা টাউনের সার দোকানগুলিতে সারের মূল্য খতিয়ে দেখতে অভিযান করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন ব্লক কৃষি আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তিনি বেশ কয়েকটি সার দোকানে গিয়ে সারের দাম, সারের স্টক প্রভৃতি জানতে চান তিনি। সেই সঙ্গে সার ব্যবসায়ীদের কেবলমাত্র নির্ধারিত মূল্যে কৃষকদের সার বিক্রির বিষয়ে সতর্ক করেন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, দিনকয়েক আগে ঘাটাল মহকুমা প্রশাসনের তরফে সার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে ব্যবসায়ীদের সারের নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথা হলে পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছিল। বুধবারের অভিযান প্রসঙ্গে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, “কয়েকজন সার ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে। বলা হয়েছে নির্ধারিত দাম নিতে। বেশি দাম যেন না নেওয়া হয়।”