Paschim Midnapore: শীতে শালবনীর নতুন আকর্ষণ! গড়ে উঠছে বায়োডাইভারসিটি পার্ক ও শিশু উদ্যান

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Paschim Midnapore: শীতের মরশুমে নতুন আকর্ষণ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে (Salboni)। শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেখানে গড়ে উঠছে বায়োডাইভারসিটি পার্ক (Bio diversity Park) এবং শিশু উদ্যান (Children’s Park)। এই উদ্যোগ শুরু হয়েছিল বিগত পঞ্চায়েত সমিতির কার্যকালে। সেই কাজ এবার শেষের পথে। সবকিছু ঠিক থাকলে আর অল্প কিছুদিন পরেই নতুন একটি বিনোদনের জায়গা তৈরি পাবে শালবনীর (Salboni) সাধারণ মানুষ।

শালবনী ব্লকের বাঁকিবাঁধ অঞ্চলের বড়বাখরাতে পঞ্চায়েত সমিতির উদ্যোগে শালবনী গভর্নমেন্ট আইটিআই কলেজের সামনে গড়ে উঠছে নতুন পার্ক। প্রায় দুই একরের বেশি জমিতে এই পার্ক নির্মিত হচ্ছে। শালবনী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রচেষ্টায় এখানে জলাশয়ের মধ্যে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। থাকছে প্রজাপতি গার্ডেন, বিশেষ ভেষজ উদ্যান, মরশুমি ফুলের বাগান। এছাড়াও শিশুদের খেলার সামগ্রী, বয়স্ক নাগরিকদের জন্য প্রাতঃভ্রমণ ও বসার ব্যবস্থাও থাকছে।

উদ্যানে থাকবে I love salboni লেখা সেলফি জোন। এছাড়াও পার্কটিকে সাজিয়ে তুলতে আরও একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য পার্কটি খুলে দেওয়া হয়েছে। যদিও কাজ সম্পূর্ণ হতে এখন কিছুটা বাকী। আগামীতে পার্কে শিশুদের জন্য রক ক্লাইম্বিং-এর ব্যবস্থা, ওপেন জিম প্রভৃতি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পার্কের কাজ সম্পূর্ণ না হলেও সাধারণ মানুষের আনন্দের জন্য পুজোর আগে থেকেই বিশেষ কয়েকটি জায়গায় যেতে পারছেন মানুষজন। পার্কের কাজ পুরোপুরি সম্পন্ন হলে এই বায়োডাইভার্সিটি পার্ক ও শিশু উদ্যানটি শালবনী তথা পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা।