বিক্রম ব্যানার্জী: 2024 আইপিএলের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের(KKR) অধিনায়ক কে হবে সেটাই এখন দলের(KKR) জন্য কোটি টাকার প্রশ্ন। গত মরসুমে দলকে(KKR) নেতৃত্ব দিয়ে ট্রফি কাঁধে তুলেছিল যেই ছেলেটি সেই শ্রেয়াস আইয়ারকেই স্কোয়াড থেকে ছাঁটাই করেছে শাহরুখের ফ্রাঞ্চাইজি। ফলত আসন্ন 2025 আইপিএলে কিং খানের দলকে(KKR) নেতৃত্ব দেওয়ার জন্য দক্ষ মুখের খোঁজ চলছে দলের(KKR) অন্দরেই।
সদ্য শেষ হওয়া মেগা নিলামে দেড় কোটি টাকা দিয়ে অভিজ্ঞ খেলোয়াড় অজিঙ্কা রাহানেকে কেনার পর থেকেই কেকেআরের অধিনায়ক হিসেবে তাকে এক প্রকার ধারণা করে নিয়েছিলেন নেটিজেনরা। ক্যাপ্টেন হিসেবে উঠে এসেছিল কেকেআরের রিটেনশন তালিকা থেকে বাদ পড়ে পুনরায় দলে যোগ দেওয়া ভেঙ্কটেশ আইয়ারের নামও। কেননা 23 কোটি 75 লাখ টাকা দিয়ে তাকে দলে রেখেছে কলকাতা। যদিও কেকেআরের তরফে এখনও পর্যন্ত অধিনায়ক কে হবে তা চূড়ান্ত হয়নি।
দলের অধিনায়ক প্রসঙ্গে কেকেআরের সিইও বেঙ্কি তার পরিকল্পনার কথা স্পষ্ট করে জানিয়েছেন। এই বিষয়ে বেঙ্কি বলেন, বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। নিলামে ভাল ভাবেই দল গোছানো গেছে। এবার অধিনায়কের বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করতে হবে। সবাই এখানে নেই। সকলের কাছ থেকে মতামত নিয়ে তবেই অধিনায়ক ঠিক করা হবে বলেই জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর।
গতবারের অন্যতম দামি খেলোয়াড় অজি বোলার স্টার্ককে বাদ দিয়েছে দল। এবারে কেকেআরের সিট দখল করেছেন এনরিখ নোখিয়ে, ইমরান মালিক ও স্পেন্সার জনসনের মতো পেসাররা। অন্যদিকে তরুণ আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, প্রোটিয়া উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক থেকে শুরু করে রভমান পাওয়েল, মঈন আলির মত খেলোয়াড়দের দলে টেনেছে কেকেআর। এবার শুধু দলের অন্দরে অধিনায়ক খোঁজার কাজ বাকি। সেটা হয়ে গেলেই পুণরায় চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের ক্ষমতা জাহির করবে কলকাতা।
আরও পড়ুন: ইজরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের সমাপ্তি! লেবাননের রাজপথে বিজয়-উল্লাস বাসিন্দাদের
এক নজরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড
ভেঙ্কটেশ আইয়ার(27 কোটি 75 লাখ) রিঙ্কু সিং(13 কোটি) বরুণ চক্রবর্তী(12 কোটি), আন্দ্রে রাসেল(12 কোটি), সুনীল নারাইন(12 কোটি), এনরিখ নোখিয়ে(6কোটি 50 লাখ), হর্ষিত রানা(4 কোটি), রমনদীপ সিং(4 কোটি), কুইন্টন ডি কক(3 কোটি 60 লাখ), অঙ্গকৃশ রঘুবংশী(3 কোটি), স্পেন্সার জনসন(2 কোটি 80 লাখ), রহমানউল্লা গুরবাজ(2 কোটি), মঈন আলি(2 কোটি) বৈভব অরোরা(1 কোটি 80 লাখ), আজিঙ্কা রাহানে (1 কোটি 50 লাখ) রভমান পাওয়েল (1 কোটি 50 লাখ ), উমরান মালিক(75 লাখ), মণীশ পাণ্ডে(75 লাখ), অনুকূল রায়(40 লাখ), লভনীত সিসোদিয়া(30 লাখ), মায়াঙ্ক মরকন্ডে(30 লাখ)।