বিক্রম ব্যানার্জী: বিরাট খবর! দীর্ঘ 14 মাস আক্রমণ পালটা আক্রমণের পর অবশেষে ইজরায়েল ও ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে দ্বীপাক্ষিক সংঘর্ষবিরতি(Israel-Hezbollah War) শুরু হয়েছে। সূত্রের খবর, শুধুমাত্র চুক্তির ভিত্তিতে আগামী 60 দিনের জন্য শত্রুপক্ষের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ নেবে না ইজরায়েল। হিজবুল্লাহের তরফেও প্রায় একই রকম আভাস মিলেছে। তবে এখনও পর্যন্ত ইজরায়েলি সেনাদের লেবানন ছাড়ার খবর মেলেনি। এহেন আবহে যুদ্ধবিরতির(Israel-Hezbollah War) পর লেবাননের রাজপথে একপ্রকার উল্লাস প্রদর্শন করছেন বাসিন্দারা।
অতি পরিচিত এক বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েল-হিজবুল্লাহর বহু প্রতীক্ষিত যুদ্ধ বিরতির পর আতঙ্কে ঘর ছাড়া লেবাননের বাসিন্দারা ইতিমধ্যেই এলাকায় ফিরতে শুরু করেছেন। তবে এর মধ্যেও ভয় ধরাচ্ছে ইজরায়েল। দেশটির তরফে সতর্ক করে বলা হয়েছে, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও লেবানিজ যেন এলাকায় ফিরে না আসেন। কেননা, ইজরায়েলের সামরিক বাহিনী ও সশস্ত্র হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলত আগেভাগে সতর্ক বার্তা দিয়ে লেবাননের বাসিন্দাদের সংযত থাকার কথা বলেছে নেতানিয়াহুর দেশ।
তা সত্ত্বেও ইজরায়েল সেনাদের সতর্কতা উপেক্ষা করে লেবাননের রাজপথে চলছে তুমুল উল্লাস পর্ব। মোটরসাইকেল, গাড়িসহ বিভিন্ন যানবাহনে করে উপকূলীয় শহরে ফিরে আসতে শুরু করেছেন শয়ে শয়ে মানুষ। এদিকে যুদ্ধ বিরতির কোনও স্পষ্ট ইঙ্গিত না পাওয়ায় ইজরায়েলি হামলার আশঙ্কায় ভুগছে লেবানন সেনারা। লেবাননের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, তারা দেশটির দক্ষিণ অংশে সেনা মোতায়ন করার প্রস্তুতি নিচ্ছে। ইজরায়েল লেবানন সীমান্ত থেকে তাদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের এলাকায় ফিরতে নিষেধ করেছে লেবানন সেনা।
উল্লেখ্য, ইজরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে যুদ্ধবিরতি চুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে হুংকার ছেড়ে বাইডেন বলেন, গত বছর গাজা যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। এই সংঘাতের অবসান একমাত্র মঙ্গলবারের যুদ্ধ বিরতি চুক্তি দ্বারাই সম্ভব। হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র সংগঠন গুলি যাতে ইজরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে না দাঁড় করাতে পারে সেই কারণেই যুদ্ধবিরতি চুক্তি। সম্প্রতি বাইডেনের পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি প্রকাশ করেছিলেন ইজরায়েল প্রধানমন্ত্রীও।
আরও পড়ুন: আমেরিকায় মামলার পরই বড়সড় ধাক্কা খেল আদানি গোষ্ঠী! বিরাট লোকসানে বন্ধ হতে পারে ব্যবসা?