Adani Group: আমেরিকায় মামলার পরই বড়সড় ধাক্কা খেল আদানি গোষ্ঠী! বিরাট লোকসানে বন্ধ হতে পারে ব্যবসা?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: সম্প্রতি ঘুষ ও প্রতারণার অভিযোগ এনে ভারতের শীর্ষ ধনী ব্যবসায়ী গৌতম আদানি ও ভাইপো সাগর আদানিকে কাঠগড়ায় তুলেছে আমেরিকার সরকারি আইনজীবীরা। আমেরিকান বিচার বিভাগ ও শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার দাবি একাধিক আর্থিক প্রতারণা ও ঘুষ চক্রের সাথে যুক্ত রয়েছেন গৌতম আদানি ও তার ভাইপো। এই ঘটনার পরই নাকি আদানি গ্রুপের(Adani Group) 55 বিলিয়ন ডলার লোকসান হয়েছে।

আদানি গ্রুপের তরফে জানানো হয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে কোনও রকম ঘুষ বা আমেরিকার দুর্নীতি সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ আনা হয়নি। শুধুমাত্র অনলাইন লেনদেন জালিয়াতি ষড়যন্ত্র, সিকিউরিটিজ জালিয়াতি ষড়যন্ত্র ও সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে আদানির বিরুদ্ধে। সূত্রের খবর, এই ঘটনার আগে প্রায় 600 মিলিয়ান ডলারের বন্ড প্রকাশ করার কথা ছিল আদানি গোষ্ঠীর। তবে আমেরিকান প্রশাসনের তরফে মামলা করার পরই মুখ থুবড়ে পড়ে বন্ড প্রকাশের সিদ্ধান্ত।

জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও ঘুষ দেওয়ার অভিযোগ আনার পরই ডলার ডিনোমিনেটেড বন্ড অফারগুলি বাজারে আনার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে সংস্থাটি। অন্যদিকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বড়সড় প্রতারণার অভিযোগ থাকায় ইতিমধ্যেই সংস্থাটির সাথে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সংস্থা টোটাল এনার্জিস।

সূত্রের খবর, আদানি গ্রিন এনার্জি লিমিটেড অর্থাৎ যেই বিভাগে আর্থিক প্রতারণা ও ঘুষের অভিযোগ এনেছে আমেরিকান বিচার বিভাগ, সেই গ্রিন এনার্জি লিমিটেডের 20 শতাংশ শেয়ার রয়েছে টোটাল এনার্জিস সংস্থার। ফলত আদানি গ্রুপের সাথে সাথেই তারাও একপ্রকার চাপের মুখে রয়েছে। সদ্য পাওয়া খবর অনুযায়ী, টানাপোড়েনের বাজারে আমেরিকার মামলা ও একাধিক অভিযোগের জেরে নাকি 11টি লিস্টেড সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশনে বড় ধাক্কা খেয়েছে গৌতম সংস্থা।

আরও পড়ুন: চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ, মৃত্যুকালে বয়স হয়েছিল 112 বছর