বিক্রম ব্যানার্জী: সংসারের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ জন আলফ্রেড টিনিসউড(John Tinniswood)। আমেরিকার সাউথপোর্টের এক সেবা কেন্দ্রে গত সোমবার মৃত্যুবরণ করেন তিনি(John Tinniswood)। সূত্রের খবর, বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন আলফ্রেড(John Tinniswood)। মৃত্যুকালে বয়স হয়েছিল 112 বছর।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হওয়ার দৌঁড়ে এক ধাপ পিছিয়েছিলেন আলফ্রেড। কেননা, 114 বছর বয়সী হুয়ান ভিসেন্ট পি রেজ মোরা তখন জীবিত। চলতি বছরের এপ্রিলে তার মৃত্যু হলে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির তালিকায় প্রথমে উঠে আসেন জন আলফ্রেড। তবে এবার তারও মৃত্যু হলো। পরিবার সূত্রে খবর, শেষ জীবনে বেশিরভাগ সময় গান শুনতে ভালবাসতেন আলফ্রেন্ড। এছাড়াও তিনি ছিলেন প্রবল ভালবাসা মুখর।
আলফ্রেডের জীবনে সাফল্য ধরা দেয় 2024 সালের এপ্রিল মাস নাগাদ। নিজের বার্ধক্যকে সামনে রেখে পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তার। সূত্রের খবর, জন আলফ্রেড তার গোটা জীবনটা লিভারপুল ফুটবল ক্লাবের সমর্থক হিসেবে কাটিয়ে দিয়েছেন। 1901 ও 1906 বাদে বাকি সমস্ত ম্যাচ স্বচক্ষে উপভোগ করেছেন তিনি।
এক বিবৃতিতে তার পরিবারের সদস্যরা জানায়, যথেষ্ট গুণী ও বিচক্ষণ মানুষ ছিলেন আলফ্রেড। নিজের তুখর বুদ্ধিমত্তা ও মেধার দরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল আর্মি পেস কোরের সামরিক বাহিনীতে চাকরি পেয়েছিলেন তিনি। সেখানে তার দায়িত্ব ছিল হিসাবরক্ষণ, নিরীক্ষণ, আটকে পড়া সেনাদের সনাক্ত করা ও তাদের খাদ্য সরবরাহের ব্যবস্থা করা।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলফ্রেড জানিয়েছিলেন, তরুণ বয়সে অনেক বেশি সক্রিয় ছিলেন তিনি। তখন খুব হাঁটাহাটি করতেন, নিয়ম করে দৌঁড়াতেও যেতেন। তবে এত বয়স পর্যন্ত তিনি কীভাবে বেঁচে আছেন তা তার জানা নেই। কিন্তু তিনি অন্যদের থেকে একেবারেই আলাদা নন। জন আরও বলেন, আপনি হয়তো দীর্ঘ সময় বাঁচবেন। কিংবা খুব কম সময় বাঁচতে পারেন। যা একেবারেই আপনার হাতে নেই।
উল্লেখ্য, 1912 সালের 26 আগস্ট আমেরিকার লিভারপুলে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আলফ্রেড। অ্যাডা ও জন বার্নার্ড টিনিসউডের সন্তান হিসেবে পরিচিতি পাওয়ার পর নিজের মেধা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করেছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব জয়ী জন আলফ্রেড। বলা বাহুল্য, টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়ার ঐতিহাসিক সময়ে জন্ম হয়েছিল তার। অনেকেই হয়তো জানেন না, 2024 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার আগে 2020-তেই বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব অর্জন করেছিলেন আলফ্রেড।
আরও পড়ুন: গোপনে বিগবস 13খ্যাত সুন্দরীর প্রেমে মজেছেন সিরাজ! নেট পাড়ায় তুঙ্গে জল্পনা