চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore: আরজি কর কান্ড (RG Kar Case) থেকে শিক্ষা নিয়েছে রাজ্য! উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের মেডিকেল কলেজগুলির (West Bengal Medical College) পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর। জঙ্গলমহলের (Jangalmahal) মেডিকেল কলেজগুলির পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার ও মঙ্গলবার রাজ্যের হসপিটাল সিকিউরিটি অডিট কমিটির সদস্যরা বৈঠক করলেন মেদিনীপুরে (Midnapore) । বৈঠকে মেদিনীপুর মেডিকেল কলেজ (Midnapore Medical College), ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের আধিকারিকরা এবং পুলিশ সুপার, জেলাশাসকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সিকিউরিটি অডিট কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও রাজ্য স্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন বৈঠকে।
সোমবারের বৈঠকে ছিলেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও জেলার স্বাস্থ্য আধিকারিকরা। দ্বিতীয় দিন বাঁকুড়া জেলার স্বাস্থ্য আধিকারিকরা বৈঠকে থাকেন। ঐদিনই পশ্চিম মেদিনীপুরে জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার ও মেদিনীপুর মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সোমবার আলোচনা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজের পরিকাঠামো নিয়ে। মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখা হয়। সেই সঙ্গে রাতের সাথী প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে তাও খতিয়ে দেখেন আধিকারিকরা।
এইদিন বৈঠকের পর হসপিটাল সিকিউরিটি অডিট কমিটির সদস্যরা এবং জেলাশাসক, পুলিশ সুপার মেদিনীপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেন। মেডিকেল কলেজের সিসিটিভি ব্যবস্থা, পুলিশি নিরাপত্তা, নির্মিয়মান ভবন, পরিকাঠামো প্রভৃতি খতিয়ে দেখেন তাঁরা। অন্যদিকে বৈঠকে অংশ নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা, রোগীদের উন্নত পরিষেবা সহ পরিকাঠামো গত একাধিক দাবি পেশ করেছেন কমিটির কাছে।