Shah Rukh Khan: এত জনপ্রিয়তা-সাফল্য আমার প্রাপ্য নয়, হঠাৎ কেন এমন মন্তব্য শাহরুখের?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: নিজের অভিনয় দক্ষতা এবং অসামান্য ব্যবহারের জন্য কোটি কোটি ভক্তের হৃদয়ে বাসা বেঁধেছেন বলিউড বাদশহ শাহরুখ খান(Shah Rukh Khan)। ভারতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যিনি কিং খানকে(Shah Rukh Khan) চেনেন না। কমবেশি প্রত্যেক ভারতীয়ই চান জীবনে একবার অন্তত সেই জনপ্রিয় হাত ছড়ানো সিগনেচার পোজের স্রষ্ঠাকে(Shah Rukh Khan) চোখের দেখা দেখতে। কিন্তু ভারত ছাড়িয়ে গোটা বিশ্বে যার অগণিত ভক্ত, যাকে একবার স্পর্শ করলে পাথর মনে গলন ধরে, যার সান্নিধ্য পেতে হাপিত্যেশ করেন ভক্তরা সেই শাহরুখ খানই(Shah Rukh Khan) নাকি নিজের পাহাড় প্রমাণ জনপ্রিয়তাকে তার যোগ্যতার ঊর্ধ্বে বলে মনে করছেন। হ্যাঁ, সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন কথাই বলে বসেন কিং খান(Shah Rukh Khan)।

দুবাইয়ের সেই অনুষ্ঠানে জীবনদর্শন নিয়ে কথা বলতে গিয়ে আসন্ন ছবির কিং বলেন, আমি অত্যন্ত সাধারণ পরিবারে বড় হয়ে উঠেছি। তাই আমি জানি সাফল্য একজন মানুষের জন্য কতটা দামি। ছোট থেকেই শব্দটা আমার জন্য চাঁদ ধরার মত ছিল। কাজেই আজ আমি যেই জায়গায় আছি, তা শুধুই আমার সাফল্য নয়। এই অসাধ্য সাধন একার দ্বারা সম্ভব ছিল না। বরং বহু মানুষের সহযোগিতায় এই জায়গাটা পেয়েছি আমি। তাই মনে হয়, এই সাফল্য আমার প্রাপ্য নয়, বরং যারা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তাদেরও।

নিজের সাফল্যের জন্য বাকিদের কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ আরও বলেন, চলার পথে কখনও যদি ব্যর্থতা আসে, তখন নিজের অফিস বা কাজকে দোষ না দিয়ে গোটা ইকো সিস্টেমটাকে বুঝতে হবে। ঠিক কী কারণে ও কোথায় ভুল হচ্ছে, তা চিহ্নিত করে ঠিক করলেই এগিয়ে যাওয়া সম্ভব হবে। নিজের কঠিন সময়ের কথা উল্লেখ করে কিং খানের শেষ সংযোজন, এমন সময়ও গেছে, আমার একটার পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল, তখন বাথরুমে বসে কাঁদতাম। প্রথমদিকে নিজের ব্যর্থতার জন্য অন্যদের দোষারোপ করতাম। ভাবতাম পৃথিবীর সব লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বিষয়টি এমন ছিল না। নিজের ভুলগুলো শুধরে এগিয়ে যাওয়াই সাফল্য।

আরও পড়ুন: আমেরিকার রাজনীতিতে উলট পুরাণ! ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন