Justice for RG Kar Viral: এবার বিয়ের কার্ডেও জাস্টিস ফর আরজি কর, ভাইরাল সমাজমাধ্যমে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Justice for RG Kar Viral: এবার বিয়ের কার্ডেও জাস্টিস ফর আরজি করের দাবি! বাঁকুড়ার (Bankura) ছেলে ও বারাসাতের কন্যের বিয়েতে ছাপানো কার্ডে (Marriage Card) জ্বলজ্বল করছে Justice for RG Kar লেখা স্লোগান। নভেম্বর মাসে হওয়া সেই বিয়ের কার্ড সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যা দেখে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। প্রতিবাদের এই অভিনব মাধ্যম চমৎকৃত করেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। যদিও GNE Bangla-র তরফে কার্ডটির সত্যতা যাচাই করা হয়নি।

আরজি কর কান্ডের প্রতিবাদে আন্দোলন এক রকম সামাজিক আন্দোলনে পরিণত হয়েছিল। অপরদিকে বিবাহ দু’টি মানুষের আত্মিক ও সামাজিক বন্ধনের নামান্তর। ফলে এক সামাজিক আন্দোলন সমাজের স্তরে উপস্থাপিত করতে অভিনব উপায় বেছে নিলেন পাত্রপাত্রী। বাঁকুড়ার শুভঙ্করপল্লীর বাসিন্দা অয়ন মিদ্যা ও বারাসাতের বাসিন্দা উষসী করের বিবাহের কার্ডে ফুটে উঠলো Justice for RG Kar বার্তা। গত ১৭ নভেম্বর বারাসাতের একটি ম্যারেজ হলে বিবাহের আসর বসে তাঁদের। অভ্যাগতদের আমন্ত্রণ জানাতে ছাপানো আমন্ত্রণপত্রে আরজি কর মেডিকেল কলেজের নির্যাতিতার হয়ে সুবিচারের দাবি জানিয়েছেন তাঁরা। সেই আমন্ত্রণপত্রের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

কয়েকমাস আগের ঘটনা। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতে ডিউটিরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। ঘটনার পরে গ্রেপ্তার হয় এক সিভিক ভলেন্টিয়ার। কিন্তু ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। পুলিশের বিরুদ্ধে প্রকৃত দোষীদের আড়াল করার অভিযোগ ওঠে। চিকিৎসকদের আন্দোলনে পা মেলান সর্বস্তরের মানুষ। কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। গোটা রাজ্য তথা দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে। মহিলা গ্রাম, মফঃস্বল, শহরে রাত দখল করেন মধ্যরাতে রাস্তায় নেমে। বিচারের দাবিতে ও রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা ও অন্যান্য একাধিক দাবিতে অনশনে বসেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। একাধিক শাসক গোষ্ঠীর চিকিৎসক নেতার বিরুদ্ধে স্বজনপোষণ, হুমকি সহ বিভিন্ন অভিযোগ ওঠে। হাইকোর্টের আদেশে আরজি কর মামলার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। ইতিমধ্যে আরজি কর মেডিকেলে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ট একাধিক জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ও রাজ্য সরকারের আশ্বাসের পর অনশন তোলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু আরজি কর কান্ডে তিলোত্তমার বিচারের দাবিতে এখনও আন্দোলন অব্যাহত। তারই প্রতিফলন ঘটলো এবার বিবাহের নিমন্ত্রণপত্রেও।