বিক্রম ব্যানার্জী: 2025 আইপিএল(IPL 2025) মেগা নিলামে তরুণ খেলোয়াড়দের ওপরই বেশি ঝোঁক ছিল ফ্রাঞ্চাইজিগুলির। যার কোপে পড়ে কোনও দলেই ডাক পাননি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ 62টি অর্ধশতরান হাঁকানো অন্যতম সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের মত দলকে চ্যাম্পিয়ন বানানো থেকে শুরু করে গোটা আইপিএলে সাড়ে 6 হাজারেরও বেশি রানের মালিক অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের নাম ওঠা সত্ত্বেও নিলামে তাকে গুরুত্ব দেয়নি কোনও ফ্রাঞ্চাইজি। অজি তারকার পাশাপাশি আরও বেশ কয়েকজন স্বনামধন্য খেলোয়াড়ের ভাগ্য খোলেনি এবারের আইপিএল(IPL 2025) নিলামে।
ডেভিড ওয়ার্নারের মতই আইপিএলে দল না পাওয়ার যন্ত্রণায় ভুগছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় কেইন উইলিয়ামসন। বিগত মরসুম গুলিতে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানসের হয়ে নিজের দক্ষতা দেখানো প্রাক্তন কিউই অধিনায়ক তার আইপিএল কেরিয়ারে 18টি ফিফটি হাঁকিয়েছেন। সেই সাথে রান রয়েছে 2 হাজার 128। তা সত্ত্বেও কোন দলই তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে অন্যতম কারণ হতে পারে কিউই তারকার স্ট্রাইকরেট। কেননা, 125 স্ট্রাইকরেট নিয়ে ব্যাটিং করা উইলিয়ামসনের ফর্ম খুব একটা চর্চিত নয়।
আইপিএলের মেগা নিলামে ভাগ্য খোলেনি অস্ট্রেলিয়ার ধুরন্ধর ক্রিকেটার স্টিভ স্মিথেরও। যার নেপথ্যে খেলোয়াড়ের 9 আইপিএল মরসুমে 130-এর নিচের স্ট্রাইকরেট। স্মিথের পাশাপাশি ইংল্যান্ডের সর্বকালের শ্রেষ্ঠ বোলার 42 বছর বয়সী জেমস অ্যান্ডারসনেরও জায়গা হয়নি কোনও আইপিএল দলে। সেই সাথে বাংলাদেশের অন্যতম বোলার তথা চেন্নাইয়ে ধনী সতীর্থ মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে চেন্নাইয়ের পাশাপাশি কোনও দলে ঠাই হয়নি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, আইপিএলের ইতিহাসে অন্যতম রংবাজ ব্যাটসম্যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 5 মরসুমে 50 ম্যাচ খেলা ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টোকেও দলে নিতে ঝাঁপায়নি কেউই। মাত্র 11 ম্যাচে 298 রান ও 152 স্ট্রাইকরেটের এই কিংবদন্তি খেলোয়াড়ের মতই নিলামে জায়গা পাননি ভারতের অন্যতম পেসার শার্দুল ঠাকুরও। তাছাড়া কোনও দলেই ডাক পড়েনি রাইলি রুশো এবং ড্যারিল মিচেলের মত খেলোয়াড়দের।
Shah Rukh Khan: এত জনপ্রিয়তা-সাফল্য আমার প্রাপ্য নয়, হঠাৎ কেন এমন মন্তব্য শাহরুখের?