One Nation One Subscription Scheme: ছাড়া হল 6,000 কোটি টাকা, কোটি কোটি শিক্ষার্থী কীভাবে সুবিধা পাবে?

Published On:

One Nation One Subscription Scheme: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বিরাট সুখবর শিক্ষার্থীদের জন্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন’ নামে একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় দেশের সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকারের গবেষণা ও উন্নয়ন ল্যাবগুলি বড়সড় সুবিধা পাবে। তথ্য অনুসারে, আসন্ন তিনটি ক্যালেন্ডার বছর, 2025, 2026 এবং 2027-এর জন্য ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের জন্য, মোট 6,000 কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

এই স্কিমের অধীনে কীভাবে সুবিধা পাবেন শিক্ষার্থীরা? কারা এর সুবিধা নেওয়ার যোগ্য হবেন? সবই জানবো আমরা।

One Nation One Subscription Scheme: ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন কী?

‘ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন’ প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় 1.8 কোটি ছাত্র ও গবেষণা স্কলার উপকৃত হবেন। এই প্রকল্পের অধীনে, সারা বিশ্বের জার্নালে প্রকাশিত গবেষণা এবং রিপোর্টগুলি এখানে অধ্যয়নের জন্য একসঙ্গে পাওয়া যাবে। এতে শিক্ষার্থী ও গবেষকরা সরাসরি উপকৃত হবেন।

আরও পড়ুন: 16 Psyche Asteroid: মহাকাশে গুপ্তধনের সন্ধান! এই গ্রহাণু পৃথিবীতে আঘাত হানলে সকলেই কোটিপতি হয়ে যাবেন

One Nation One Subscription Scheme: কেন্দ্রীয় সরকারের এই স্কিম সংক্রান্ত বড় ঘোষণা

Cabinet approves One Nation One Subscription (ONOS)

The Prime Minister in his address to the Nation from the ramparts of the Red Fort on 15th August, 2022, had pointed out the importance of Research and Development in our country in the Amrit Kaal. He had given the clarion call… pic.twitter.com/mXnJm7ZQ3m— Ministry of Education (@EduMinOfIndia) November 25, 2024

One Nation One Subscription Scheme: ছাত্রছাত্রীরা সুবিধা পাবেন?

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, দেশের সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠানকে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন স্কিমের সাথে যুক্ত করা হবে। এখানে যে কোনও শিক্ষার্থীর যে কোনও প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়াল, এখানে পাওয়া যাবে। এ ছাড়া প্রায় 30টি আন্তর্জাতিক ম্যাগাজিন প্রকাশকও এতে যুক্ত হবে। যেখানে সমস্ত প্রকাশকদের দ্বারা প্রকাশিত প্রায় 13,000টি ই-ম্যাগাজিন, 6,300টিরও বেশি সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় গবেষণা ও উন্নয়ন সংস্থাগুলিতে উপলব্ধ করা হবে৷ এককথায় বলতে গেলে, এই স্কিমের মাধ্যমে, আন্তর্জাতিক স্তরে কী কী গবেষণা হচ্ছে তার তথ্য মাত্র এক ক্লিকেই পাওয়া যাবে। 

এতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংস্থা ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক (INFLIBNET), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সদস্যপদ নিতে পারবেন। 1 জানুয়ারী, 2025 থেকে কার্যকর হবে এই স্কিম। মনে রাখবেন, কেন্দ্রের এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হল দেশের শিক্ষার মান উন্নত করা।