Paschim Midnapore: আবাস যোজনার সমীক্ষা শুরু পশ্চিম মেদিনীপুরে, ডিসেম্বরে ঢুকবে টাকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Paschim Midnapore: পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হল বাংলার আবাস যোজনার (Awas Yojna) সমীক্ষা। জেলায় ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) আবাস যোজনার সমীক্ষা শুরু হওয়ার কথা সোমবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) জেলাশাসক খুরশিদ আলি কাদরি। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, শুরু হবে চাষিদের রবি শস্যের বীমার কাজও। ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে আসবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোববার সাংবাদিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানিয়েছেন, ২০২১-২২ সালে ‘বাংলার বাড়ি’ যোজনায় জেলায় মোট ৩ লক্ষ ৮ হাজার ৪৬৪ টি আবেদন জমা পড়েছে। সোমবার থেকে সেই আবেদনের সমীক্ষার কাজ শুরু হচ্ছে। সমীক্ষার জন্য ১৩০০টি সমীক্ষক দল গঠিত হয়েছ। দলগুলি সমস্ত আবেদন খতিয়ে দেখবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের ফলে যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরা আবাস যোজনার আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জেলাশাসক। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সমীক্ষার কাজ সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র যে ৬০ শতাংশ টাকা দেয়, তা দেওয়া বন্ধ করেছে। এখন ৪০ শতাংশের পরিবর্তে পুরো টাকাটাই রাজ্য সরকার দেবে। সেই কারণে আবাস যোজনার নাম পরিবর্তন করে ‘বাংলা বাড়ি’ রাখা হচ্ছে। আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে চলে আসবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে ‘বাংলার শস্য বীমা’ যোজনায় এবার রবি শস্যের জন্য আবেদন নেওয়া শুরু হবে। সেই সঙ্গে বীমার সম্পূর্ণ প্রিমিয়াম এখন দেবে রাজ্য সরকার।