IPL 2025 Mega Auction: মেগা নিলামে তরুণ আফগান স্পিনারদের কিনতে কোটি কোটি টাকা ঢালছে ফ্রাঞ্চাইজিগুলি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আইপিএল 2025 মেগা নিলামে(IPL 2025 Mega Auction) আফগান স্পিনারদের কিনতে ঝাঁপিয়ে পড়েছে ফ্রাঞ্চাইজিগুলি। জনপ্রিয় স্পিনার রশিদ খানের দৌলতে আইপিএলের মঞ্চে একটা আলাদা মাত্রা যোগ করেছে আফগানিস্তানের স্পিনাররা। আর সেই পথ ধরেই দেশটির ধুরন্ধর স্পিনারদের দলে রেখে বোলিং লাইনআপ মজবুত করতে একপ্রকার মরিয়া হয়ে উঠেছে আইপিএলের দলগুলি। তবে সেই দৌঁড়ে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

রবিবার থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া আইপিএল 2025 মেগা নিলামে বিশেষ কদরে রয়েছে আফগান স্পিনাররা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ছাড়াও বিশেষত চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজিটি আফগান স্পিনারদের কিনতে উঠে পড়ে লেগেছে। প্রথম দিনেই আফগান স্পিনার নুর আহমেদকে দলে ভেড়াতে 10 কোটি রুপি খরচ করে ফেলেছে সিএসকে। শত্রুপক্ষকে শায়েস্তা করতে এবার বোলিং লাইনে বিশেষ নজর দিচ্ছে দলটি।

যদিও আইপিএলের বিগত নিলাম পর্বগুলিতে প্রয়োজন ছাড়া গাঁটের করি খরচা করতে দেখা যায়নি চেন্নাইকে। তবে এবার আফগান স্পিনারদের যেকোনও মূল্যে দলে পেতে উদগ্রীব হয়ে উঠেছে ধোনির দল। চেন্নাইয়ের পাশাপাশি আফগান স্পিনারদের দলে নিতে মুখিয়ে রয়েছে অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলি। দ্বিতীয় দিন অর্থাৎ সোমবারেও তরুণ আফগান স্পিনারদের চাহিদা তুঙ্গে ছিল।

সিএসকের পর এদিন 4 কোটি 80 লাখ দিয়ে আফগান স্পিনার আল্লাহ গাজানফারকে দলে শামিল করিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বলা বাহুল্য, চলতি আইপিএল নিলামে তরুণ আফগান স্পিনারদের নিয়ে হুড়োহুড়ি পড়লেও তাদের থেকে তুলনামূলকভাবে অভিজ্ঞ মুজিব-উর-রহমানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনও ফ্রাঞ্চাইজি।

আরও পড়ুন: চেন্নাইয়ে 7 বছরের জার্নি শেষ করে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন ভারতের তারকা পেসার