বিক্রম ব্যানার্জী: বর্ডার গাবাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অবস্থান ক্রমশ পোক্ত হচ্ছে। অজি তারকাদের বড় লক্ষ্যে বেঁধে রেখেছে ভারতীয় দল। অন্যদিকে বিরাটদের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে গলদঘর্ম অবস্থা হচ্ছে শ্বেতাঙ্গদের। এহেন আবহে পার্থে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম(Wasim Akram)। আর সেখানেই নাকি বারংবার হেনস্থার শিকার হতে হয়েছে তাকে(Wasim Akram)।
ঘটনার সূত্রপাত হয় ভারত বনাম অস্ট্রেলিয়ার পার্থ টেস্টের দ্বিতীয় দিনে। গত 23 নভেম্বর শনিবার দ্বিতীয় দিনের টেস্ট ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন প্রাক্তন পাক তারকা ওয়াসিম। এমন সময়ে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। দর্শকদের মধ্যে থেকে বেশ কয়েকজন এসে ওয়াসিমকে গালিগালাজ করতে শুরু করেন। অকথ্য ভাষায় কটুক্তি শুনে নিজেকে সামলে রাখতে পারেননি খেলোয়াড়। তিনিও দর্শকদের উদ্দেশ্যে পাল্টা ক্ষোভ উগড়ে দেন। পরিস্থিতির অবনতি হতে শুরু করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান নিরাপত্তারক্ষীরা। তৎক্ষণাৎ দর্শকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে একজন কিংবদন্তি পাকিস্তানি খেলোয়াড়কে তুমুল হেনস্থা করার ঘটনাটি একেবারেই ভাল চোখে দেখছেন না সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা। এই ঘটনার পরই স্টেডিয়ামের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার এক সমর্থক প্রাক্তন পাকিস্তানি পেসার ওয়াসিমের সাথে বাকবিদণ্ডায় জড়িয়ে পড়েন। খেলোয়াড়কে উদ্দেশ্য করে চলে তীব্র গালিগালাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বুঝে দ্রুত সেখানে পৌঁছে যান নিরাপত্তারক্ষীরা। উগ্র সমর্থকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা কর্মীদের দাবি প্রাক্তন পাকিস্তানি তারকা কোনও রকম বর্ণবাদী আচরণের শিকার হননি।
প্রসঙ্গত, পাকিস্তানের কিংবদন্তি তারকার সাথে দর্শকদের এহেন আচরণের পরই গোটা স্টেডিয়াম চত্বর ঢেকে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। যাতে সমগোত্রীয় ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য আকরামকে স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, আকরাম ছাড়াও অন্যান্য ধারাভাষ্যকাররা এবার স্টেডিয়ামের ভেতরে থেকেই গাড়িতে উঠতে পারবেন। তবে প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড়কে অকথ্য ভাষায় গালিগালাজ করা ব্যক্তি কোনও শাস্তি পেয়েছেন কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে স্বৈরাচারী শাসক বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের, নিশানায় আরও এক তৃণমূল নেতা