বিক্রম ব্যানার্জী: ফের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে রাজ্যসভার সদস্য তথা তৃণমূলের পুরনো সৈনিক সুখেন্দুশেখর রায়কে আমন্ত্রণ না জানানো। সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তাঁকে স্বৈরাচারী শাসক বলে কটাক্ষ করেন সুকান্ত(Sukanta Majumdar)।
এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছলে রাজ্য বিজেপির সভাপতিকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। তাদের প্রশ্নের উত্তরে সুকান্ত জানান, ‘স্বৈরাচারী শাসকের নিয়মই হচ্ছে আপনি তার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে আর ডাকবে না। এটাই স্বৈরাচারী শাসকের বৈশিষ্ট্য। পৃথিবীর ইতিহাসে আমরা এরকম বহু স্বৈরাচারী শাসক দেখেছি।’ এরপরই বেশ কিছু উদাহরণ এনে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘ উগান্ডার ইদি আমিন থেকে শুরু করে উত্তর কোরিয়ার কিম জং উনকে দেখেছি। আমাদের এখানেও তার একটা লাইট ভার্সন আছে। ইতিহাস এদের সকলকে জায়গা মত স্থান দেয়।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নাম না করে তথাগত রায়ের মন্তব্যকেও কাঠগড়ায় তোলেন সুকান্ত। বলেন, ‘শনি পুজোয় সারাদিন বক্স বাজে। কিন্তু তাতে ঠিক কী গান বাজছে সেদিকে কেউ খেয়াল করে না। ঠিক তেমনই কিছু বক্স আছে যারা সারাদিন বাঁচতেই থাকে। দলে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নিয়ম মেনেই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন করা হবে। তবে তার আগে আমাকে আমার কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। আর আমি সেটাই করছি।’
আরও পড়ুন: কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে, শীঘ্রই আসছে নতুন চমক