Dengue in Bengal: রাজ্যে ডেঙ্গু বাড়ছে ক্রমশ। ক্রমবর্ধমান এই ভয়াবহ ঝড়ের মামলা স্বাস্থ্য দফতরের উত্তেজনা বাড়িয়েছে। 17 নভেম্বর পর্যন্ত, কলকাতায় মোট 999টি ডেঙ্গুর ঘটনা ঘটেছে। গত দুই সপ্তাহে রাজ্যে প্রায় চার হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গ্রামীণ এলাকায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করছে।
Dengue in Bengal: কোন কোন জেলায় বিপদ বাড়ছে?
18 নভেম্বর পর্যন্ত, সরকারি হাসপাতাল থেকে 21,209 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে 5,933 জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।
- আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ। এখনও পর্যন্ত মোট 5147 জন আক্রান্ত হয়েছেন।
- 2333 টি কেস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা।
- উত্তর 24 পরগণায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2278, হুগলিতে 1531।
- পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় আক্রান্ত হয়েছেন 1264 জন।
- পূর্ব বর্ধমানে 966 জন, হাওড়ায় 820 জন।
- পূর্ব মেদিনীপুরে 647 জন ডেঙ্গুর শিকার হয়েছেন।
- দক্ষিণ 24 পরগণায় 642 জন ডেঙ্গুর শিকার হয়েছেন।
আরও পড়ুন: Dengue Vs Viral: ডেঙ্গু নাকি ভাইরাল! কীসে ভুগছেন আপনি? জ্বর হলেই দেখুন এই প্রাথমিক লক্ষণ
প্রসঙ্গত, শুধু অক্টোবরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 7051 জন। সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল 7,199 এবং আগস্টে 8,516 জন আক্রান্ত হয়েছেন। জুলাই মাসে 1888 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে খবর।
Dengue in Bengal: এমন পরিস্থিতিতে ডেঙ্গুর হাত থেকে বাঁচার উপায়
বাড়ির আশেপাশে এমনকি বাড়ির ভিতরেও জল জমতে দেবেন না।
পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন।
কুলারে জল থাকলে তাতে কেরোসিন তেল দিন, এতে মশার বংশবৃদ্ধির সম্ভাবনা কমে যায়।
জলের ট্যাঙ্কগুলি খোলা রাখবেন না, ভালভাবে ঢেকে রাখুন।
এই দিনগুলিতে, পুরো হাতা জামা পরুন এবং আপনার পা যতটা সম্ভব ঢেকে রাখুন।
মশা তাড়ানোর ক্রিম লাগানোর পরই শিশুদের বাইরে পাঠান।
Dengue in Bengal: ডেঙ্গু হলে কী করবেন আর কী করবেন না
ডেঙ্গু হলে যতটা সম্ভব জল খান।
জলীয় খাবার খান।
হালকা এবং সাধারণ খাবার খান।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।