IPL 2025 Mega Auction: আইপিএল 2025 মেগা নিলাম শুরু হতেই প্রথম খেলোয়াড় হিসেবে ভারতীয় পেসারের দাম উঠল 18 কোটি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: বহু প্রতীক্ষিত আইপিএল 2025 মেগা নিলাম(IPL 2025 Mega Auction) পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সৌদি আরবের জেদ্দায় 3:30 মিনিটের কিছুক্ষণ পর শুরু হয় নিলামের(IPL 2025 Mega Auction) মূল কার্যক্রম। আর নিলাম(IPL 2025 Mega Auction) পর্ব শুরু হতেই প্রথম খেলোয়ার হিসেবে ভারতীয় পেসার আর্শদীপ সিংকে নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় ফাঞ্চাইজি গুলির মধ্যে।

আইপিএল 2025 নিলামের কার্যক্রম শুরু হতেই সবার প্রথমে ভারতীয় খেলোয়াড় হিসেবে আর্শদীপের নাম উঠতেই তাকে দলে নিতে দর কষাকষি শুরু করেন বিভিন্ন ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা। প্রথমদিকে 2 কোটি রুপির ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে দলে ভেড়াতে একে একে ঝাঁপিয়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে শুরু করে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ সকলেই।

একজন ভারতীয় পেসারকে নিয়ে শুরু হওয়া তুমুল দরাদরির মাঝে এক লাফে 15 কোটি 75 লাখ দিয়ে তাকে কিনতে রাজি হয়ে যায় হায়দরাবাদ। আর্শদীপ হায়দরাবাদে চলে যেতে পারেন বুঝে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে খেলোয়াড়ের পুরনো দল পাঞ্জাব কিংস। তারপরই ভারতীয় বোলারের দর বাড়িয়ে 18 কোটি তোলে হায়দরাবাদ। এরপরই শত্রুপক্ষের সাথে খেলোয়াড় কাড়াকাড়িতে জিততে 18 কোটি দিয়েই আর্শদীপ সিংকে দলে নেয় পাঞ্জাব।

উল্লেখ্য, মেগা নিলামের প্রথমেই সবচেয়ে বেশি দামে ভারতীয় বোলার আর্শদীপ সিংয়ের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে মোটা অঙ্কের দাম পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ধুরন্ধর পেসার কাগিসো রাবাডা। 10 কোটি 75 লাখ রুপিতে তার জায়গা হয়েছে গুজরাট টাইটান্স দলে। বলা বাহুল্য, দুপুর 3:30 মিনিট থেকে শুরু হওয়া আইপিএল 2025 মেগা নিলামের প্রথম দিনের কার্যক্রম চলবে রাত 10:30 মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: লেবাননকে মৃত্যুপুরীতে পরিণত করবে ইজরায়েল! মাত্র দু-সপ্তাহে নিহতের সংখ্যা 3,670