Kharagpur IIT: স্টার্টআপ খুলবেন বর্তমানরা, বিনিয়োগ দেবেন প্রাক্তনীরা! আইআইটি খড়গপুরে বিশেষ উদ্যোগ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur IIT: স্টার্টআপ খুলবেন বর্তমান পড়ুয়ারা, বিনিয়োগ দেবেন প্রাক্তনীরা! এমনই অভিনব উদ্যোগ আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের। বিখ্যাত প্রতিষ্ঠানের পড়ুয়াদের স্টার্টআপের স্বপ্ন সফল করতেই প্রতিষ্ঠিত প্রাক্তনীদের এই উদ্যোগ। তাঁরা z21 Ventures সংস্থার মাধ্যমে স্টার্টআপে বিনিয়োগের পাশাপাশি পরামর্শ, মার্কেটিং সহায়তা প্রভৃতিও করবেন। সেই মর্মে শুক্রবার মউ স্বাক্ষরিত হয়েছে z21 Ventures এবং Kharagpur IIT র মধ্যে।

শুক্রবার আইআইটি খড়গপুরে উপস্থিত ছিলেন জেড২১ ভেঞ্চার্স সংস্থার অন্যতম দুই প্রতিষ্ঠাতা জ্যোতিকা গুপ্তা ও রাজশেখর সিং। তাঁরা জানিয়েছেন, আপাতত আইআইটি খড়গপুর থেকে ১০টি দলকে বেছে নেওয়া হবে। ১০টি স্টার্ট আপ শুরুর জন্য প্রতিটি দলকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। আর্থিক সাহায্যের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ, দেশে বিদেশে মার্কেটিং সহায়তা সহ অন্যান্য সাহায্যও স্টার্টআপগুলিকে করা হবে সংস্থার তরফে। আইআইটির পড়ুয়া, প্রাক্তনী বা যেকোন স্টার্টআপ গড়তে আগ্রহীদের সাহায্য করার কথা জানিয়েছে জেড২১ ভেঞ্চার্স।

দেশের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম আইআইটি খড়গপুর। এখানকার প্রাক্তনীদের হাত ধরেই গড়ে উঠেছে পার্সিসটেন্ট সিস্টেম, সুইগি, রাবরিকের মতো ২০টি ইউনিকর্ন কোম্পানি। কিন্তু অনেক সময়েই পড়ুয়ারা স্টার্টআপের ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগ ও উপযুক্ত পরামর্শের অভাবে পিছিয়ে আসেন। সেই অভাব দূর করতেই প্রাক্তনীদের এই উদ্যোগ। এর ফলে যেমন আইআইটি খড়গপুরের পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে, তেমনই তৈরি হবে কর্মসংস্থান। এই উদ্যোগের অংশীদার হয়ে আইআইটি খড়গপুরে নতুন অধ্যায় রচিত হল বলে উল্লেখ করেছেন আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক বীরেন্দ্রকুমার তিওয়ারি।