Salary of Prisoners: শিক্ষক ও কারারক্ষীদের তুলনায় অনেক বেশি বেতন পান জেলবন্দি কয়েদিরা, জানেন কোন দেশে?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ব্রিটেনের মত বৃহৎ অর্থনীতি ও পরাশক্তিধর রাষ্ট্রে শিক্ষকদের বেতন জেলবন্দি কয়েদিদের(Prisoners) থেকেও কম। হ্যাঁ, শিক্ষকদের পাশাপাশি ব্রিটেনের কারাগারের সিকিউরিটি অফিসারদের চেয়েও অনেক বেশি বেতন পান গুরুতর সাজাপ্রাপ্ত জেলবন্দি আসামিরা(Prisoners)। ভাবতে অবাক লাগলেও এমন অপ্রচলিত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে ব্রিটেনে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্যান্য দেশের তুলনায় ব্রিটেনের নিয়ম অনেকটাই ভিন্ন। সেখানে একেবারে স্বল্প নিরাপত্তার কারাগারে রাখা হয় কয়েদিদের। এখানেই শেষ নয়, সশ্রম কারাদণ্ড প্রাপ্ত বন্দিদের কাজের প্রয়োজনে জেল থেকে বাইরে যাওয়ার অনুমতি রয়েছে। কাজ শেষ করে আবারও কারাগারে ফিরে আসেন তারা। সূত্রের খবর, মূলত বন্দিরা যাতে নিজের দোষ বুঝতে পেরে পুনরায় সমাজে ফেরার জন্য প্রস্তুত হতে পারেন এক প্রকার সেই পুনর্বাসনের জন্যই এই পদক্ষেপ।

ব্রিটেন সরকার দাগি আসামিদের জেলবন্দি থাকা অবস্থায় নানান সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের বেতনও দিয়ে থাকে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সবচেয়ে পুরনো কয়েদির বাৎসরিক আয় 30 হাজার 715 পাউন্ড। যেখানে একজন প্রাথমিক শিক্ষকের বার্ষিক বেতন 36 হাজার 200 পাউন্ড। শুধু তাই নয়, জেলবন্দি কয়েদিরা যা বেতন পান তা একজন কারারক্ষীর 28 হাজার পাউন্ড বেতনের তুলনায় অনেকটাই বেশি। মন্ত্রণালয়ের মতে, দেশেটির একজন বায়োকেমিস্ট বছরে বেতন পান 36 হাজার 586 পাউন্ড এবং একজন সাইকোথেরাপিস্ট বছরে বেতন পান 36 হাজার 602 এই দুই ক্ষেত্রের কর্মীদের বেতন জলেবন্দি আসামিদের বেতনের তুলনায় থেকে অনেকটাই কম।

উল্লেখ্য, ব্রিটেন সরকারের তরফে জানানো হয়, গোটা দেশে আরও বেশ কিছু কয়েদি রয়েছেন যাদের জরিমানা ও বার্ষিক কর কেটে নেওয়ার পরও বেতন গিয়ে দাঁড়ায় 30 হাজার পাউন্ডে। তাছাড়াও এমন 7 জন কয়েদি রয়েছেন যাদের বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর নির্দিষ্ট সময়ে 22 হাজার 900 থেকে 30 হাজার পাউন্ড বেতন ক্রেডিট হয়। বলা বাহুল্য, জেলবন্দি কয়েদিদের নানান কাজের জন্য পাঠানো হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো লড়ি চালকের কাজ।

আরও পড়ুন: এক কাপ কফির দাম প্রায় 30 হাজার টাকা! কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের