IPL 2025 Mega Auction Live: আর কয়েক ঘন্টার অপেক্ষা! শুরু হবে বহুপ্রতীক্ষিত IPL 2025 মেগা নিলাম, কোথায় দেখবেন?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: প্রতিবছর আইপিএল ম্যাচের আগে যে ইভেন্টের জন্য ক্রিকেটপ্রেমীরা হাপিত্যেশ করে বসে থাকেন আজ অর্থাৎ রবিবার সেই দীর্ঘ অপেক্ষায় লাগাম টানার দিন। অর্থাৎ আজ থেকেই সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে 2025 আইপিএলের মেগা নিলাম(IPL 2025 Mega Auction)। 24 ও 25 নভেম্বর দুদিনের নিলামে ভারতীয় ও বিদেশি মিলিয়ে 577 জন খেলোয়াড় দল পাওয়ার জন্য নিলামে(IPL 2025 Mega Auction) উঠবেন। রইল নিলাম(IPL 2025 Mega Auction) সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

কোথায় ও কখন অনুষ্ঠিত হবে 2025 আইপিএল মেগা নিলাম?

আইপিএল 2025 মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবের জেদ্দায়। ভারতীয় সময় দুপুর 3:30 থেকে রাত 10:30 পর্যন্ত এই নিলামের সময় নির্ধারণ করা হয়েছে। মেগা নিলামের নিয়ম অনুযায়ী 24 ও 25 নভেম্বর দুদিনই নিলাম পর্ব চলবে। বলা বাহুল্য, বেশ কিছু রিপোর্ট মারফত খবর, আইপিএল 2025 মেগা নিলামের প্রথম সেশন দুপুর 3:30 থেকে শুরু হয়ে বিকেল 5 টা পর্যন্ত চলবে। পরবর্তী সেশন 45 মিনিট বিরতির পর শুরু হয়ে চলবে রাত 10:30 পর্যন্ত।

আইপিএলের মেগা নিলামের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে ?

ক্রিকেটপ্রেমীদের জন্য একেবারে বিনামূল্যে আইপিএল 2025 মেগা নিলাম পর্ব উপভোগ করার সুযোগ দিচ্ছে Jio Cinema। এছাড়াও আইপিএল 2025 মেগা নিলামের লাইভ স্ট্রিমিং দেখার জন্য টেলিভিশনে স্টার স্পোর্টসের চ্যানেলেগুলিতে নজর রাখুন।

প্রসঙ্গত, আইপিএল 2025 নিলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন দলের ঝুলিতে খেলোয়াড় কেনার জন্য কত টাকা রয়েছে তা জানা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি দল আইপিএল নিলামে খেলোয়ার কেনার ক্ষেত্রে সর্বাধিক 120 কোটি টাকা খরচ করতে পারে। সেক্ষেত্রে বর্তমানে খেলোয়াড় ধরে রাখার পর পাঞ্জাব কিংসের ঝুলিতে রয়েছে 110.5 কোটি টাকা, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 83 কোটি টাকা নিয়ে নিলামে নামছে, দিল্লি ক্যাপিটালসের পার্সে রয়েছে 73 কোটি টাকা।

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের কাছে 55 কোটি, গুজরাট টাইটান্স 69 কোটি, লখনউ সুপার জায়ান্টস 69 কোটি, কলকাতা নাইট রাইডার্স 51 কোটি, মুম্বই ইন্ডিয়ান্স 45 কোটি, সানরাইজার্স হায়দরাবাদ 45 কোটি ও রাজস্থান রয়্যালস 41 কোটি টাকার ঝুলি নিয়ে নিলামে অংশ নিচ্ছে।

আরও পড়ুন: আইপিএলের 3 মরসুমেই খেলবেন 13 জন বাংলাদেশী ক্রিকেটার, তালিকা পাঠালো বিসিবি